জাপানে মৃত ৭২

সরকারি হিসেবে ১৫ জন নিখোঁজ বলা হলেও সংখ্যাটা নিয়ে সংশয় থাকছে।

Advertisement

সংবাদ সংস্থা

টোকিয়ো শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৯ ০১:১৬
Share:

লণ্ডভণ্ড জাপান। ছবি: পিটিআই।

ঘূর্ণিঝড় হাগিবিসের দাপটে জাপানে মৃত বেড়ে দাঁড়াল ৭২। জখম ২১১। সরকারি হিসেবে ১৫ জন নিখোঁজ বলা হলেও সংখ্যাটা নিয়ে সংশয় থাকছে। গত শনিবার টোকিয়োর দক্ষিণ-পশ্চিমে ইজ়ু উপদ্বীপের কাছে আছড়ে পড়ে হাগিবিস। প্রবল ঝড়বৃষ্টি-ধসে পাড় ভেঙে লোকালয়ে ঢুকে পড়ে চিকুমা-সহ অন্তত ন’টি নদী। রবিবার রাত থেকেই অবশ্য শক্তি হারায় হাগিবিস। আজও নিখোঁজদের সন্ধানে ধ্বংসস্তূপ ঠেলে অভিযান চালিয়েছে উদ্ধারকারী দল। জল নেই ১ লক্ষ ৩৮ হাজার বাড়িতে। অন্তত ২৪ হাজার বাড়ি বিদ্যুৎ-বিচ্ছিন্ন। টোকিয়োর উত্তরে ফুকুশিমায় অন্তত ১৪ জায়গায় পাড় ভেঙেছে আবুকুমা নদীর। সেখানেই অন্তত ২৫ জনের মৃত্যুর খবর মিলেছে। বিপর্যয় মোকাবিলায় ৫০ হাজার কোটি ইয়েন বরাদ্দ করেছে সরকার। প্রয়োজনে তা বাড়ানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন