Sheikh Hasina

লন্ডনে ‘হাসিনা-ঘনিষ্ঠ’ দুই ভাইয়ের হাজার কোটি টাকার সম্পত্তি ‘ফ্রিজ়’, তদন্তকারীদের নজর ৯টি সম্পত্তিতে

ব্রিটেনের গুরুতর এবং সংগঠিত অপরাধদমন সংস্থা লন্ডনে ৯ কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকারও বেশি)-এর সম্পত্তি ‘ফ্রিজ়’ করেছে। ওই সম্পত্তি ‘হাসিনা-ঘনিষ্ঠ’ দুই ভাইয়ের বলে দাবি করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৪:২৩
Share:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। —ফাইল চিত্র।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঘনিষ্ঠ’ দুই ব্যক্তির সম্পত্তি ‘ফ্রিজ়’ করা হল ব্রিটেনে। লন্ডনে তাঁদের ৯ কোটি পাউন্ড (ভারতীয় মুদ্রায় ১ হাজার কোটি টাকারও বেশি) -এর বিলাসবহুল সম্পত্তি ‘ফ্রিজ়’ করেছে ব্রিটেনের গুরুতর এবং সংগঠিত অপরাধদমন সংস্থা। সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, ওই সম্পত্তি রয়েছে আহমেদ শায়ান এফ রহমান এবং তাঁর খুড়তুতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের নামে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত লন্ডনের ওই সম্পত্তি তাঁরা বিক্রি করতে পারবেন না।

Advertisement

সংবাদমাধ্যমের এক তদন্তমূলক প্রতিবেদনে উভয়কেই ‘হাসিনা-ঘনিষ্ঠ’ বলে উল্লেখ করা হয়েছিল। ব্রিটেনে ‘হাসিনা-ঘনিষ্ঠদের’ নামে কী পরিমাণ সম্পত্তি রয়েছে, তা নিয়ে ‘দ্য গার্ডিয়ান’ এর এক প্রতিবেদনে উভয়ের নামই উল্লেখ ছিল। এরই মধ্যে সরকারি নথির ভিত্তিতে ওই সংবাদমাধ্যম জানিয়েছে, ব্রিটেনের জাতীয় অপরাধদমন সংস্থা (এনসিএ) ৯টি সম্পত্তি ‘ফ্রিজ়’ করার নির্দেশ পেয়েছে।

শায়ান বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে। ওই ব্যবসায়ীর ভাইপো শাহরিয়ার। গত বছরে জুলাই আন্দোলনে হাসিনা-সরকারের পতনের পরে বাংলাদেশ থেকে পালানোর চেষ্টায় ওই ব্যবসায়ী গ্রেফতার হন। দুর্নীতির অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। অভিযুক্ত সালমান বর্তমানে সে দেশের জেলে বন্দি রয়েছেন। বাংলাদেশে আওয়ামী লীগের সরকার থাকাকালীন বেসরকারি শিল্প এবং বিনিয়োগ ক্ষেত্রে হাসিনার অন্যতম উপদেষ্টা ছিলেন তিনি। অনেকের মতে, হাসিনার আমলে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ছিলেন সালমান।

Advertisement

বস্তুত, এর আগে হাসিনার দুই বোনঝি টিউলিপ সিদ্দিক এবং আজমিনা সিদ্দিকের লন্ডনের সম্পত্তি ঘিরেও বিতর্ক দানা বাঁধে। বাংলাদেশি বিভিন্ন প্রতিবেদন অনুসারে, হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছেন হাসিনার বোনঝি টিউলিপও। যদিও এই ধরনের অভিযোগ বরাবর অস্বীকার করেছেন টিউলিপ।

লন্ডনে সালমানের ছেলে এবং ভাইপোর সম্পত্তির বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ‘দ্য গার্ডিয়ান’ সালমানের সংস্থার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সংবাদমাধ্যম ‘ফিনান্সিয়াল টাইম্‌স’কে শায়ানের এক মুখপাত্র আগে জানিয়েছিলেন, তাঁর মক্কেল কোনও অনিয়মের সঙ্গে জড়িত নন। ব্রিটেনে কোনও তদন্ত হলে শায়ান সব রকম সহযোগিতা করবেন বলেও জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement