Russia Ukraine War

রাশিয়ার গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা ইউক্রেনের বাহিনীর! নিশানা রুশ তৈল শোধনাগারেও

গত অগস্ট মাস থেকে রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার এবং অন্য জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার রাত থেকে ৪৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ২৩:৩১
Share:

(বাঁ দিকে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাশিয়ার প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার রাতে (স্থানীয় সময় অনুসারে) রাশিয়ার সামারা এলাকায় একটি তৈল শোধনাগার এবং ওরেনবার্গ এলাকায় একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র হামলা চালায় কিভের সামরিক বাহিনী। রাশিয়ার দক্ষিণ প্রান্তে অন্যতম বড় গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র এটি। ড্রোন হানার জেরে কাজ়াকিস্তান থেকে ওরেনবার্গের ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রে গ্যাস পাঠানো আপাতত বন্ধ রাখা হয়েছে।

Advertisement

ইউক্রেনের হামলার জেরে ওই প্রক্রিয়াকরণ কেন্দ্রটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ওরেনবার্গের গভর্নর ইয়েভগেনি সোলন্টসেভ। ওই ওয়ার্কশপের একটি অংশে আগুন লেগে গিয়েছে বলেও জানান তিনি। যদিও পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বস্তুত, গত অগস্ট মাস থেকে রাশিয়ার বিভিন্ন তৈল শোধনাগার এবং অন্য জ্বালানি প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইউক্রেনের বাহিনী।

রাশিয়ার পেট্রো পণ্যের ব্যবসা বিঘ্নিত করে ফেলতে চাইছে তারা। তবে ওরেনবার্গের এই গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে অতীতে হামলা চালায়নি কিভের সেনা। রাশিয়ার পাশাপাশি কাজ়াকিস্তান থেকেও প্রাকৃতিক গ্যাস ঘনীভূত করার জন্য এই প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠানো হয়। শনিবার রাতের ওই হামলায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, রাশিয়ার তেল এবং জ্বালানি কেন্দ্রগুলিকে ক্ষতিগ্রস্ত করার জন্যই এই হামলা চালিয়েছে কিভ।

Advertisement

রুশ প্রতিরক্ষা মন্ত্রক রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা শনিবার রাত থেকে ৪৫টি ইউক্রেনীয় ড্রোনকে ধ্বংস করেছে। এর মধ্যে ১২টি ড্রোন ধ্বংস হয়েছে সামারায়, ১১টি সারাতোভ এলাকায় এবং একটি ধ্বংস হয়েছে ওরেনবার্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement