চার দেশে বন্যায় মৃত ৬০০: রাষ্ট্রপুঞ্জ

বন্যায় ভারতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত অসম, বিহার ও উত্তরপ্রদেশ।

Advertisement

সংবাদ সংস্থা

জেনেভা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০০:৪৭
Share:

মহারাষ্ট্রের বদলাপুরে বন্যা পরিস্থিতি। ছবি: এপি।

ভারত, মায়ানমার, নেপাল ও বাংলাদেশে বন্যায় ৬০০ জনের মৃত্যু হয়েছে বলে জানাল রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের মুখপাত্র ফারহান হক বলেছেন, ‘‘চারটি দেশে বন্যায় অন্তত আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন ৫ লক্ষ।’’

Advertisement

বন্যায় ভারতে সব চেয়ে ক্ষতিগ্রস্ত অসম, বিহার ও উত্তরপ্রদেশ। দুর্গতদের সাহায্যের জন্য এই তিন রাজ্যের সরকারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ইউনিসেফ। সংগঠনটি জানাচ্ছে, প্রবল বন্যায় রাস্তাঘাট, সেতু ভেঙে বা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে অনেক জায়গাতেই পৌঁছতে পারছে না তারা। ভারতে বন্যা কবলিত এক কোটি মানুষের মধ্যে সাড়ে চার লক্ষই শিশু। বন্যায় সব চেয়ে বিপজ্জনক অবস্থা তাদেরই।

অসুখ ঠেকাতে ওই শিশুদের জন্য পরিচ্ছন্ন পরিবেশ, পরিশ্রুত জল ও খাবার প্রয়োজন বলে জানিয়েছে সংগঠনটি।

Advertisement

গত সপ্তাহে রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, বাংলাদেশ, নেপাল ও ভারতে ভয়াবহ বৃষ্টি, বন্যা ও ধসে মৃত্যু হয়েছে ৯৩ জন শিশুর। অসমে বন্যার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ হাজার স্কুল। বাংলাদেশে বন্যার কবলে ৪০ লক্ষ মানুষ। মায়ানমারে এখনও ভিটেহীন ৪০ হাজার। হক জানিয়েছেন,

এই চার দেশের সরকারের সঙ্গে কাজ করছে রাষ্ট্রপুঞ্জ ও বেসরকারি সাহায্যকারী সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন