US-China Trade Meet

লন্ডনে শুরু হল আমেরিকা-চিন বাণিজ্য বৈঠক, আলোচনা হতে পারে নতুন চুক্তির খসড়া নিয়ে

ল্যাঙ্কাস্টার হাউসে সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অর্থসচিব স্কট বেসেন্ট, বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক এবং বিশেষ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২৩:০২
Share:

(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (ডান দিকে)। —ফাইল চিত্র।

সুইৎজ়ারল্যান্ডের জেনিভার পরে এ বার ব্রিটেনের রাজধানী লন্ডনে। চিনের সঙ্গে বাণিজ্য সংঘাতে ইতি টানার লক্ষ্যে আবার দ্বিপাক্ষিক বৈঠকে বসল আমেরিকা। সোমবার থেকে শুরু হয়েছে দু’দিনের এই বৈঠক।

Advertisement

ল্যাঙ্কাস্টার হাউসে সোমবার থেকে শুরু হওয়া এই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের অর্থসচিব স্কট বেসেন্ট, বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক এবং বিশেষ বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার রয়েছেন। অন্য দিকে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বৈঠকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন সে দেশের উপপ্রধানমন্ত্রী হে লিপেংকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, লন্ডনের আয়োজিত এই বৈঠকে চিনের বিরল খনিজ রফতানির বিষয়টির পাশাপাশি কম্পিউটার চিপ-সহ মার্কিন কিছু পণ্যে চিনে রফতানির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। প্রসঙ্গত, গত ১১ মে জেনিভায় বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য বৈঠক হয়েছিল। সেখানে শুল্ক বিরোধ নিষ্পত্তির বিষয়ে ইতিবাচক আলোচনা হলেও চিনা বিরল খনিজ রফতানির বিষয়টি নিয়ে তেমন অগ্রগতি হয়নি। চিনের সঙ্গে বার্ষিক বাণিজ্যে আমেরিকার ঘাটতি ১২০ কোটি ডলার। একে কমিয়ে আনা ট্রাম্প সরাকারের অন্যতম লক্ষ্য। আগামী কয়েক মাসের মধ্যেই ওয়াশিংটন-বেজিং বাণিজ্য চুক্তি হতে পারে বলে কয়েকটি পশ্চিমী সংবাদমাধ্যম জানাচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement