ট্রাম্পের নির্দেশের উপর স্থগিতাদেশ আমেরিকার আদালতের। —ফাইল চিত্র।
ডোনাল্ড ট্রাম্পের ‘কর্মী ছাঁটাই নীতি’তে এ বার বাদ সাধল আমেরিকার আদালত। শনিবার ক্যালিফর্নিয়ার সানফ্রান্সিসকোর ফেডারেল বিচারক সুসান ইলস্টেন মার্কিন বিদেশ দফতরের ২০০০ জন কর্মীকে ছাঁটাইয়ের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন।
মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো সরকারি খরচ কমানোর অজুহাতে ওই ২০০০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ফেডারেল আদালতের কর্মীছাঁটাইয়ে স্থগিতাদেশের প্রসঙ্গ তুলে বিচারক সুসান বলেন, ‘‘বিদেশ দফতরের ক্ষেত্রেও ওই নির্দেশ প্রযোজ্য।’’ ওই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি নির্দেশ দিয়েছেন বিদেশ দফতরকে।
গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই জানিয়েছিলেন, ফেডারেল (সরকারি) কর্মীসংখ্যা তিনি কমাতে চান। তাতে আমেরিকা সরকারের বাড়তি খরচ কমবে। সে সময় ওই পরিকল্পনা রূপায়ণের কাজে ট্রাম্পের প্রধান সহায়ক ছিলেন তাঁর তৎকালীন পরামর্শদাতা ইলন মাস্ক। ট্রাম্পের সঙ্গে মতবিরোধের কারণে গত মাসে মাস্ক ইস্তফা দিয়েছেন। আমেরিকার বিদেশ দফতর সম্প্রতি সে দেশের আইনসভা, কংগ্রেসকে জানিয়েছিল পর্যায়ক্রমে ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে চায় তারা। সে দেশের আইন অনুযায়ী কোনও দফতরের কর্মীছাঁটাইয়ের অধিকার রয়েছে শুধুমাত্র সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত সচিবের।