মাসুদ নিয়ে ট্রাম্পের চাপে ভেটো চিনের

পঠানকোট হামলার চক্রী মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় অন্তর্ভূক্ত করতে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ করল আমেরিকা। কিন্তু ভেটো প্রয়োগ করে সেই উদ্যোগে জল ঢেলে দিল চিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৪২
Share:

পঠানকোট হামলার চক্রী মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় অন্তর্ভূক্ত করতে রাষ্ট্রপুঞ্জে প্রস্তাব পেশ করল আমেরিকা। কিন্তু ভেটো প্রয়োগ করে সেই উদ্যোগে জল ঢেলে দিল চিন।

Advertisement

জইশ নেতা মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করতে ভারতের প্রস্তাব আগেও আটকেছে বেজিং। কিন্তু আমেরিকায় ক্ষমতা বদলের পরেও তারা যে পুরনো অবস্থান থেকে নড়ছে না, চিন তা ফের বুঝিয়ে দিল। গোটা বিষয়টি নিয়ে এখন নড়েচড়ে বসেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, ‘‘বিষয়টি নিয়ে চিনের সঙ্গে কথা হবে।’’ মাসুদকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গিদের তালিকায় আনতে লাগাতার চেষ্টা চালাচ্ছে ভারত। কিন্তু চিনের প্রাচীরে বারবার তা আটকে গিয়েছে। এরই মধ্যে ক্ষমতায় আসার পরে ট্রাম্প জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে জোরালো লড়াইয়ে নামার ডাক দিয়েছেন। আমেরিকা বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ায় সীমান্ত-সন্ত্রাসের প্রশ্নে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে চাইছে নয়াদিল্লি। মাসুদকে নিয়ে ট্রাম্পের আক্রমণাত্মক পদক্ষেপ ভারতকে উৎসাহ দিয়েছে। এমনকী অনেকে মনে করছেন, এ নিয়ে চিন ও আমেরিকার মধ্যে দ্বৈরথ তৈরি হলেও ভারতের লাভ।

কূটনৈতিক শিবিরের মতে, ট্রাম্প চুপ করে বসে থাকার লোক নন। তিনি ক্ষমতায় আসার পর এমন একটি বিষয় নিয়ে ওয়াশিংটন ও বেজিং-এর মধ্যে প্রথম সংঘাতবিন্দু তৈরি হল যার সঙ্গে নয়াদিল্লির স্বার্থ সরাসরি জড়িয়ে। তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কথা বলার পাশাপাশি চিনের সঙ্গেও দৌত্য চালাবে নয়াদিল্লি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন