গণহত্যাকারীর আফগান যোগ! ‘সন্ত্রাসবাদী’ হানা বলছে মার্কিন পুলিশ

ফ্লোরিডার অরল্যান্ডোয় গে নাইট ক্লাবের গণহত্যাকারীর কি কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে? এখনও স্পষ্ট নয় কিছু। কিন্তু মার্কিন পুলিশ নিশ্চিত, এটা সন্ত্রাসবাদী হামলাই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৬ ০২:২৭
Share:

ফ্লোরিডার অরল্যান্ডোয় গে নাইট ক্লাবের গণহত্যাকারীর কি কোনও সন্ত্রাসবাদী যোগ রয়েছে?

Advertisement

থাকলে কাদের সঙ্গে?

এখনও স্পষ্ট নয় কিছু। কিন্তু মার্কিন পুলিশ নিশ্চিত, এটা সন্ত্রাসবাদী হামলাই। একই কথা বলেছেন ফ্লোরিডার গভর্নরও। তাঁর কথায়, ‘‘এটা যে সন্ত্রাসবাদী হামলার ঘটনা, তা নিয়ে কোনও সন্দেহ-সংশয়ই নেই।’’

Advertisement

ঘাতকের পরিচয় জানা গিয়েছে। পুলিশ জানাচ্ছে, তার নাম- ওমর সাদ্দাকি মাতিন। বয়স ২৯ বছর। তার বাড়ি ফ্লোরিডায় পোর্ট সেন্ট লুইসে। মাতিন মার্কিন নাগরিক হলেও তার পারিবারিক যোগ আফগানিস্তানেই।

রবিবার ভোর রাতে জমজমাট একটি নাইট ক্লাবে ছুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে মাতিন। তার হাতে ছিল একটি অ্যাসাল্ট রাইফেল আর একটি হ্যান্ডগান। আচমকা গুলির শব্দে অনেককেই প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে নাইট ক্লাব থেকে বেরিয়ে উর্দ্ধশ্বাসে ছুটতে দেখা যায়।

অরল্যান্ডোর শেরিফ বলেছেন, ‘‘এটা আমেরিকার অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ঘটনা।’’

আরও পড়ুন- আমেরিকায় ‘সন্ত্রাসবাদী’ হানা! হত অন্তত ৫০, জরুরি অবস্থা জারি

স্কুলে গিয়েও কেন মনিহারি দোকান চালাতে হয় অজয়কে!

তবে পুলিশ এর সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের যোগাযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন