Donald Trump

ইরান ফের পরমাণুকেন্দ্র তৈরি করলে আমরা আবার হামলা চালাব! খামেনেইদের সতর্ক করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে আমেরিকা ফের হামলা চালাবে! সতর্ক করে দিয়েছেন ট্রাম্প। যদিও তাঁর দাবি, পরমাণুকেন্দ্রগুলির এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেগুলি পুনরায় তৈরি করা খুবই কঠিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:১৩
Share:

(বাঁ দিকে) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

ইরান আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করলে, ফের হামলা চালাবে আমেরিকা! এমনটাই দাবি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামরিক জোট ‘নেটো’র সম্মেলনে যোগ দিতে বর্তমানে নেদারল্যান্ড্‌সের দ্য হেগ শহরে রয়েছেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন ট্রাম্প। যদিও এমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন তিনি। ট্রাম্পের দাবি, আমেরিকার হামলার পরে ওই পরমাণুকেন্দ্রগুলির এমন অবস্থা হয়ে গিয়েছে যে সেগুলি পুনরায় তৈরি করা খুবই কঠিন।

Advertisement

সম্প্রতি আমেরিকার গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন হামলার পরে ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গিয়েছে। যদিও এই দাবির সঙ্গে সহমত নন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্য, সেটি একটি অসমাপ্ত রিপোর্ট। আমেরিকার হামলার ফলে ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন তিনি। বুধবার সকালে দ্য হেগে সাংবাদিকদের উদ্দেশে এমনটাই জানান ট্রাম্প। মার্কিন গোয়েন্দাদের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, “ওঁরা সত্যিই জানেন না।” ইরানের পরমাণুকেন্দ্রে আমেরিকা ‘বিধ্বংসী’ হামলা চালিয়েছে বলেই মত ট্রাম্পের। তিনি বলেন, “গোয়েন্দারা জানিয়েছেন, ওঁরা জানেন না। এটি (হামলার ফলে ক্ষয়ক্ষতি) মারাত্মকও হতে পারে। এটাই গোয়েন্দারা জানিয়েছেন।”

ইরান ফের পারমাণবিক কর্মকাণ্ডের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করলে আমেরিকা কি আবার হামলা চালাবে? তা নিয়েও বুধবার সকালে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। ওই প্রশ্নের জবাবে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, “নিশ্চয়ই।” যদিও ইরানের আপাতত এমন কোনও পরিকল্পনা নেই বলেই অনুমান ট্রাম্পের। তাঁর বক্তব্য, এখনই হয়তো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা ভাবছে না ইরান। এখন তারা এই ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে। ট্রাম্প বলেন, “আপনি কি মনে করেন এত কিছু হওয়ার পরেও ওরা বলবে, চলো একটা বোমা বানাই?”

Advertisement

ইরান যে কোনও ভাবেই পরমাণু বোমা তৈরি করতে পারবে না, তা নিয়ে নিজের অবস্থান আগেও একাধিক বার স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। বুধবার তা নিয়ে আবার নিজের অবস্থান বুঝিয়ে দিলেন তিনি। ট্রাম্প বলেন, “ওরা বোমা বানাতে পারবে না। (ইউরেনিয়াম) সমৃদ্ধও করতে পারবে না।” ইরান-ইজ়রায়েলের মধ্যে সংঘর্ষবিরতি ‘ভাল ভাবেই চলছে’ বলে মনে করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement