US VISA

চিনা পড়ুয়াদের প্রতি আরও ‘আক্রমণাত্মক’ ট্রাম্প প্রশাসন! শাসকদলের সঙ্গে যোগ থাকলেই বাতিল হতে পারে ভিসা

এই ঘোষণার মাত্র এক দিন আগেই আমেরিকায় ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের সমস্ত পোস্ট আবেদন গ্রহণের আগেই খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের প্রশাসন। এ জন্য বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলিকে পড়ুয়াদের ভিসার জন্য সাক্ষাৎকার সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১০:৫০
Share:

চিনা পড়ুয়াদের উপর আরও চাপ বৃদ্ধি করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। — ফাইল চিত্র।

এ বার চিনা পড়ুয়াদের উপর আরও চাপ বৃদ্ধি করল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিয়ো বলেছেন, অদূর ভবিষ্যতে মার্কিন মুলুকে উচ্চশিক্ষার জন্য যাওয়া চিনা পড়ুয়াদের ভিসা ‘আক্রমণাত্মক ভাবে’ বাতিল করার পরিকল্পনা করছে আমেরিকা।

Advertisement

এক বিবৃতিতে রুবিয়ো বলেন, ‘‘চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে কোনও ভাবে যুক্ত, কিংবা কোনও সংবেদনশীল বিষয় নিয়ে পড়াশোনা করছেন, এমন পড়ুয়াদের ভিসা বাতিল হতে পারে।’’ তিনি আরও জানিয়েছেন, গণপ্রজাতন্ত্রী চিন এবং হংকং থেকে ভবিষ্যতে যাঁরাই ভিসার আবেদন করবেন, তাঁদের আবেদনকেও আতশকাচের তলায় রাখা হবে।

উল্লেখ্য, এই ঘোষণার মাত্র এক দিন আগেই আমেরিকায় ভিসা আবেদনকারীদের সমাজমাধ্যমের সমস্ত পোস্ট আবেদন গ্রহণের আগেই খুঁটিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিল সে দেশের প্রশাসন। এ জন্য বিশ্বব্যাপী মার্কিন দূতাবাসগুলিকে পড়ুয়াদের ভিসার জন্য সাক্ষাৎকার সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছিল। তার মাত্র ২৪ ঘণ্টার মাথায় এ বার চিনা পড়ুয়াদের হুঁশিয়ারি দিলেন রুবিয়ো। তাঁর ব্যাখ্যা, জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখেই দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিদেশি পড়ুয়াদের অবাধ প্রবেশে রাশ টানতে চাইছে আমেরিকা। হার্ভার্ড এবং কলম্বিয়ার মতো অভিজাত বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গেও এক প্রকার ‘যুদ্ধে’ নেমেছে হোয়াইট হাউস।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই সে দেশ থেকে অবৈধবাসীদের বিতাড়ন শুরু করেন। সম্প্রতি আগাম কোনও কিছু না-জানিয়ে বহু বিদেশি পড়ুয়ার ভিসা বাতিলের ঘটনাও ঘটেছে। প্যালেস্টাইনপন্থী বিক্ষোভ থেকে শুরু করে বিভিন্ন কারণে বিদেশি পড়ুয়াদের ক্ষেত্রে এই কড়াকড়ি শুরু করেছে ট্রাম্পের প্রশাসন। চলতি মাসে আমেরিকার অভিবাসন এবং শুল্ক সংস্থা আইসিই-ও বিদেশি পড়ুয়াদের সতর্ক করে দিয়েছিল। বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিলের সম্ভাবনা এড়াতে আমেরিকার বাইরে না-যাওয়ার পরামর্শ দিয়েছিল আমেরিকার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানও। এর মাঝে রুবিয়ো গত সপ্তাহে পরিসংখ্যান উল্লেখ করে জানান, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা এই মুহূর্তে কয়েক হাজারে গিয়ে দাঁড়িয়েছে। এও জানান যে, ট্রাম্পের অভিবাসনবিরোধী নীতির অংশ হিসাবে আমেরিকায় যেতে আগ্রহী বিদেশিদের উপর আরও কঠোর ব্যবস্থা নেবে বিদেশ দফতর। সেই আবহেই চিনা পড়ুয়াদের ‘হুঁশিয়ারি’ দিলেন তিনি। উল্লেখ্য, ২০২৪ শিক্ষাবর্ষে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যাওয়া বিদেশি পড়ুয়াদের সংখ্যার নিরিখে ভারতীয়দের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে চিন। ফলে আমেরিকার এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়তে হতে পারে তাঁদের। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত চিনের বিদেশ মন্ত্রকের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement