Viral Video

শোভাযাত্রায় বেরিয়ে ক্ষেপে গেল হাতি! দেখুন কী হল তার পর...

শোভাযাত্রার মাঝপথেই অস্বাভাবিক আচরণ শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাই শুরু করে ছোটাছুটি।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৭
Share:

শোভাযাত্রায় হাতির তাণ্ডব। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শোভাযাত্রার অন্যতম আকর্ষণ সুসজ্জিত হাতি। গত শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর কাছে কোট্টেতে বেরিয়েছিল সে রকমই এক শোভাযাত্রা। সেই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল সুসজ্জিত একটি হাতি। কিন্তু শোভাযাত্রার মাঝপথেই অস্বাভাবিক আচরণ শুরু করে। হাঁটতে হাঁটতে হঠাই শুরু করে ছোটাছুটি। আর তার জেরে আহত হয়েছেন সেখানে উপস্থিত প্রায় ১৮ জন।

Advertisement

শোভাযাত্রায় হাতির তাণ্ডবের সেই ভিডিয়ো সম্প্রচার করেছে সেখানকার স্থানীয় এক সংবাদমাধ্যম। সেখানে দেখা যাচ্ছে, হাতির পায়ের তলায় পড়া থেকে বাঁচতে কী ভাবে ছুটোছুটি করছেন শোভাযাত্রায় উপস্থিতরা। মাহুতকেও দেখা যাচ্ছে হাতির পিঠ থেকে পড়ে গিয়েও কোনওক্রমে প্রাণে বাঁচলেন।

এই ঘটনায় আহত ১৮ জনকেই ভর্তি করা হয়েছিল হাসপাতালে। তাঁদের মধ্যে ১৬ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। অপর দু’জনের মধ্যে একজনের পেট পুরো থেঁতলে গিয়েছে ও অন্যজন মাথায় আঘাত নিয়ে এখনও হাসপাতালে ভর্তি। দেখুন সেই ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: নখ কাটতে ভয়, তাই অজ্ঞানের অভিনয়! সারমেয়র কীর্তি দেখে হেসে লুটোপুটি নেটদুনিয়া

আরও পড়ুন: শিল্পপতিদের ‘আকৃষ্ট’ করতে বেলি ডান্স! পাক চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন