লড়াই করছে দুই খুদে ভাল্লুক! ভিডিয়ো দেখে মজায় মাতছেন নেটাগরিকরা

বাচ্চা ভাল্লুকের ‘রেসলিং’ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা    

শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ১৫:২৭
Share:

দুই ভাল্লুক শাবকের রেসলিং। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বিভিন্ন প্রাণীর কাণ্ডকারখানা বেশ মজার খোরাক দেয় নেটাগরিকদের। তাই প্রাণীর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয়। এ রকম একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেখানে দুই বাচ্চা ভাল্লুকের ‘রেসলিং’ দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

আমেরিকার টেক্সাসে রয়েছে বিগ বেন্ড ন্যাশনাল পার্ক। সেখানকার দুই ভাল্লুক শাবকের কাণ্ড ধরা হয়েছিল ক্যামেরায়। ওই পার্কের মধ্যে থাকা চিসস মাউন্টেন লজ থেকে তোলা হয়েছে ছবিটি। ওই হোটেলের ফেসবুক পেজ থেকে প্রথম তা আপলোড করা হয়।

৪১ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখা হয়েছে ২৫ লক্ষেরও বেশি বার। হাজার হাজার নেটাগরিক শেয়ার করেছেন সেই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, দুই খুদে ভাল্লুক মারামারি শুরু করল। তাদের থেকে কিছুটা দূরে একটি পূর্ণবয়স্ক ভাল্লুককেও দেখা যাচ্ছে। সম্ভবত সেটি তাদের মা। দই খুদের এই কাণ্ড দূর থেকেই দাঁড়িয়ে দেখছিল মা ভাল্লুক।

Advertisement

আরও পড়ুন: বেজিংয়ের আগ্রাসী মনোভাবই কমিউনিস্ট পার্টির প্রকৃত স্বরূপ, মনে করেন ট্রাম্প

আরও পড়ুন: চার মার্কিন মিডিয়ার তথ্য চাইল বেজিং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement