Advertisement
২৬ এপ্রিল ২০২৪
China

চার মার্কিন মিডিয়ার তথ্য চাইল বেজিং

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন আজ জানিয়েছেন, সে দেশে কর্মরত এপি, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস এবং ন্যাশনাল পাব্লিক রেডিয়োর মতো চারটি মার্কিন সংবাদ মাধ্যমকে সাত দিনের মধ্যে তাদের সংস্থাগুলির কাজকর্ম নিয়ে তথ্য হাজির করাতে হবে।

ঝাও লিজিয়ন। ছবি: সংগৃহীত।

ঝাও লিজিয়ন। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ০২ জুলাই ২০২০ ০৬:২৪
Share: Save:

এপি, সিবিএস-এর মতো চারটি মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করল চিন। বেজিংয়ের ব্যাখ্যা, আমেরিকায় চিনা সংবাদ সংস্থাগুলির উপর যে ভাবে নজরদারি শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এটা তারই পাল্টা পদক্ষেপ।

চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ন আজ জানিয়েছেন, সে দেশে কর্মরত এপি, ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল, সিবিএস এবং ন্যাশনাল পাব্লিক রেডিয়োর মতো চারটি মার্কিন সংবাদ মাধ্যমকে সাত দিনের মধ্যে তাদের সংস্থাগুলির কাজকর্ম নিয়ে তথ্য হাজির করাতে হবে। এদের কর্মী, আর্থিক লেনদেন, সম্পত্তি ও অন্যান্য কিছু বিষয় নিয়ে জানাতে হবে চিন সরকারকে। লিজিয়নের দাবি, চিনের এই সিদ্ধান্ত পুরোপুরি আইনসঙ্গত। আমেরিকায় চিনা সংবাদমাধ্যমগুলিকে যে ভাবে অযথা হেনস্থা করার চেষ্টা হয়েছে, এটা তারই পাল্টা পদক্ষেপ।

গত মাসেই আমেরিকায় কর্মরত সিসিটিভি-সহ চারটি চিনা সংবাদমাধ্যমকে কর্মী, সম্পত্তি সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE