Viral Video

ধাক্কা পুলিশের গাড়িতেই, ধরা পড়ে গেল প্রায় ৯৬৫ কোটি টাকার মাদক!

উদ্ধার হয় প্রায় ২৭৩ কেজি মেথামফেটামাইনস। এই মাদকের দাম প্রায় ২০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৬৫ কোটি ৩৬ লক্ষ ৬৫ হাজার টাকা

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ১৫:২৯
Share:

এই গাড়িতেই ধাক্কা মারে ড্রাগ ভর্তি ভ্যান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

একে বলে ভাগ্য! না হলে ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরে প্রায় হাজার কোটি টাকার লোকসান হয় কারও? এমনই ঘটেছে অস্ট্রেলিয়ায় সিডনির কাছে ইস্টউড থানা এলাকায়। দুর্ঘটনার ছবি ধরা পড়েছে থানার কাছে লাগানো সিসিটিভি ক্যামেরায়।

Advertisement

সোমবারের সকাল, ইস্টউড থানা সংলগ্ন ইথল স্ট্রিটে দিনটা শুরু হয়েছিল আর পাঁচটা দিনের মতোই। কিন্তু সাড়ে ১০টা নাগাদ হঠাত্ই রাস্তায় একটি দুর্ঘটনার শব্দ। পুলিশ কর্মীরা ছুটে এসে দেখেন, থানার বাইরে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে একটি টয়োটা ভ্যান। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে ভ্যানটি। পুলিশের গাড়িটি খালি ছিল, তাই কেউ আহত হননি। কর্তব্যরত পুলিশ কর্মীরা ওয়াকিটকিতে কথা বলেন সামনের থানার সঙ্গে। ঘণ্টা খানেকের চেষ্টায় সাড়ে ১১টা নাগাদ রাইডের চার্চ স্ট্রিট এলাকায় ভ্যানটি ধরা পড়ে যায় পুলিশের হাতে।

সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মোটের ওপর ফাঁকা রাস্তা। দ্রুত গতিতে আসছে একটি সাদা ভ্যান। আপাত দৃষ্টিতে কোনও কারণ ছাড়াই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যায় অভিযুক্ত ভ্যানটি।

Advertisement

আরও পড়ুন : ছবির মতো সুন্দর এই হ্রদে স্নান করলেই অসুস্থ হয়ে পড়বেন!

আরও পড়ুন : চাষ করতে গিয়ে সাড়ে ১২ ক্যারাটের হিরে পেলেন কৃষক! দাম কত জানেন?

ভ্যানটি ধরা প়ড়ার পর তল্লাশি চালানো হয় তাতে। সেখানেই উদ্ধার হয় প্রায় ২৭৩ কেজি মেথামফেটামাইনস। এই মাদকের দাম প্রায় ২০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৬৫ কোটি ৩৬ লক্ষ ৬৫ হাজার টাকা।

ঘটনায় বছর আঠাশের ওই ভ্যান চালক গ্রেফতার হয়েছে। কিন্তু কেন হঠাত্ সে ফাঁকা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে তা জানা যায়নি। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ ফোর্সের ভেরিফায়েড ফেসবুক পেজে সেদিনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন