Viral video

‘মোটা মহিলারা স্বর্গে যেতে পারবেন না’, বলায় ধর্মযাজকে ঠেলে ফেলেই দিলেন এক মহিলা!

সবই ঠিকঠাক চলছিল। বিপদ হল যখন তিনি বলে বসেন, “মোটা মহিলারা স্বর্গে যেতে পারবেন না।” এই বক্তব্য হজম করতে পারেননি অনুষ্ঠানে আসা এক মোটা মহিলা। রোসির ওই মন্তব্যের পরেই তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন তিনি

Advertisement

সংবাদ সংস্থা

সাও পাওলো শেষ আপডেট: ২১ জুলাই ২০১৯ ১২:০৮
Share:

ধর্মযাজককে ধাক্কা মারছেন মহিলা। ছবি: টুইটার থেকে নেওয়া।

মোটা মহিলারা নাকি স্বর্গে যেতে পারবেন না, এমনই মত প্রকাশ করলেন ব্রাজিলের এক খ্রিস্টান ধর্মযাজক। এটা বলায় তিনি স্বর্গে যাবেন কিনা জানা নেই, তবে তাঁকে প্রাথমিক চিকিত্সা নিতে যেতে হয়েছে এ নিয়ে কোনও সন্দেহ নেই। এই বক্তব্যের পরই তাঁকে পিছন থেকে জোরে ধাক্কা মারেন এক মহিলা। মঞ্চ থেকে পড়ে গিয়ে চোট পান ওই ধর্মযাজক।

Advertisement

ব্রাজিলের সাও পাওলোর এক চার্চে চলছিল খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রায় ৫০ হাজার মানুষ। মঞ্চে তখন বক্তব্য রাখছেন ধর্মযাজক মার্সেলো রোসি। জীবিত ও মৃত সবার শান্তি কামনায় তিনি বাইবেল থেকে কিছু উদ্ধৃতিও পাঠ করেন।

সবই ঠিকঠাক চলছিল। বিপদ হল যখন তিনি বলে বসেন, “মোটা মহিলারা স্বর্গে যেতে পারবেন না।” এই বক্তব্য হজম করতে পারেননি অনুষ্ঠানে আসা এক মোটা মহিলা। রোসির ওই মন্তব্যের পরেই তাঁকে পিছন থেকে ধাক্কা মারেন তিনি। ছিটকে গিয়ে নীচে পড়েন রোসি। সেই দৃশ্য ক্যামেরা বন্দিও হয়। তারই কয়েক সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisement

আরও পড়ুন : পা দিয়ে হাই-স্পিড ট্রেন থামাচ্ছেন চিনা মহিলা!

আরও পড়ুন : ‘মেয়েদের জন্য বিয়ার’ আনার কথা প্রচার করে বিতর্কে গুরুগ্রামের পানশালা

ধাক্কা খাওয়ার পর রোসি জানান, তাঁর বিশেষ লাগেনি। শরীরের কয়েকটি জায়গায় শুধু ব্যথা রয়েছে। কোনও হাড় ভাঙেনি। গির্জার তরফেও জানানো হয়েছে, রোসির বিশেষ কিছু হয়নি। তিনি ভাল আছেন।

এই ঘটনা নিয়ে কিছুটা বিতর্কও তৈরি হয়েছে। মার্সেলোর যে বক্তব্য নিয়ে বিতর্ক, সেটি এই ছোট্ট ভিডিয়ো ক্লিপে শোনা যাচ্ছে না। কেউ কেউ দাবি করছেন, ওই মহিলার মানসিক সমস্যা রয়েছে। তবে ওই মহিলার ধাক্কা মারার পরই উপস্থিত দর্শকদের উল্লাস করতে শোনা যায়। তবে সেখানে উপস্থিত বেশ কয়েক জন দাবি করেছেন, ধাক্কা মারার কিছু আগেই মার্সেলো মোটা মহিলা সংক্রান্ত ওই মন্তব্য করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন