(বাঁ দিকে) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের পরেও ছবি বদলায়নি। ইউক্রেনের রাজধানী কিভ-সহ বিভিন্ন শহরে অব্যাহত রুশ হামলা। একের পর এক বহুতল ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। নিহত হচ্ছেন অনেকে। এমন দাবি তুলে আরও এক বার মস্কোর উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। আমেরিকা এবং ইউরোপীয় বন্ধুদের নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনার জন্য বলেন তিনি।
কিভ, ডনেৎস্ক, ডিনিপ্রো, খমেলনিৎস্কি, সুমি, খারকিভের মতো বিভিন্ন শহরে শনিবার রাতে আছড়ে পড়েছিল রুশ ক্ষেপণাস্ত্র। সেই হামলার বিষয়টি জানিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করেন জ়েলেনস্কি। তাঁর দাবি, কিভের দিকে ৫৪০টি ড্রোন হামলার চেষ্টা হয়েছে। শান্তি আলোচনা নিয়ে ট্রাম্প-সহ বিভিন্ন বিশ্বনেতার উদ্যোগের মধ্যে এই হামলার নিন্দা করেছেন জ়েলেনস্কি।
জ়েলেনস্কির দাবি, অবিলম্বে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয় নিয়ে ভাবনাচিন্তা করা হোক। শুধু তা-ই নয়, রুশ সেনাবাহিনীতে অর্থায়নকারী সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান ইউক্রেন প্রেসিডেন্ট। তাঁর মতে, রাশিয়ার ব্যাঙ্কিং এবং জ্বালানি সেক্টরের উপর নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন রয়েছে। জ়েলেনস্কি এ-ও মনে করেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ থামাতে চান না।
২০২২ সাল থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান সংঘাতে ইতি টানতে উদ্যোগী ট্রাম্প। চলতি মাসেই পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে এই বিষয়ে আলাদা আলাদা বৈঠক করেছেন। হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের নেতারাও। কী ভাবে সমাধান সম্ভব, তা নিয়ে আলোচনা হয়। তবে এখনও পর্যন্ত কোনও পক্ষের তরফে ইতিবাচক পদক্ষেপ করা হয়নি। তবে ট্রাম্প চান, তাঁর মধ্যস্থতায় পুতিন এবং জ়েলেনস্কি মুখোমুখি বৈঠকে বসুন। সেই বৈঠক থেকে রফাসূত্র মিলতে পারে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। তবে সেই বৈঠক কবে এবং কোথায় হবে, তা এখনও চূড়ান্ত নয়। তার আগে রুশ হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ইউক্রেন প্রেসিডেন্ট।