Russia-Ukraine War

গাজ়ায় সংঘর্ষবিরতি পর এ বার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতা করুন ট্রাম্প: জ়েলেনস্কি

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি গ্রিডে রুশ বাহিনী হামলা চালিয়েছে। সেই নিয়ে উদ্বেগপ্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় জ়েলেনস্কির। বিষয়টি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ১৭:২৯
Share:

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। — ফাইল চিত্র।

গাজ়ায় আপাতত যুদ্ধ থেমেছে। তার কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বার তাঁর এই কৃতিত্বকে সামনে রেখে রাশিয়ার সঙ্গে তাঁর দেশের যুদ্ধ থামানোর দাবি জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় আবার ইউরোপের যুদ্ধ থামানোর পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর আহ্বান, ট্রাম্প যদি একটি যুদ্ধ থামাতে পারেন তো অন্য যুদ্ধও বন্ধ করা যেতে পারে!

Advertisement

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি গ্রিডে রুশ বাহিনী হামলা চালিয়েছে। সেই নিয়ে উদ্বেগপ্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা হয় জ়েলেনস্কির। বিষয়টি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তাঁর কথায়, ট্রাম্পের সঙ্গে ফোনালাপ ইতিবাচক এবং ফলপ্রসূ। পশ্চিম এশিয়ায় ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার জন্য তাঁকে অভিনন্দন জানাই। তার পরেই জ়েলেনস্কি বলেন, ‘‘যদি একটি অঞ্চলের যুদ্ধ বন্ধ করা যায়, তবে অবশ্যই অন্য অংশের যুদ্ধও বন্ধ করা যেতে পারে। এর মধ্যে অবশ্যই রাশিয়া-ইউক্রেন যুদ্ধও অন্তর্ভুক্ত।’’ ক্রেমলিনকে আলোচনায় বসার জন্য চাপ দেওয়ার জন্য ট্রাম্পকে অনুরোধ করেন জ়েলেনস্কি।

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ওই প্রস্তাব নেতানিয়াহু এবং হামাসকে দেখানো হয়েছিল। গত সোমবার থেকে টানা তিন ধরে দুই পক্ষ বৈঠকের পর মেলে রফাসূত্র। যুযুধান দুই পক্ষই ট্রাম্পের প্রস্তাবের প্রথম দফার শর্তে রাজি হয়েছে। সেই প্রসঙ্গ টেনে এ বার রাশিয়া যুদ্ধ থামানোর আহ্বান জানালেন জ়েলেনস্কি।

Advertisement

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আদৌ থামবে? সেই প্রশ্ন ঘুরছে নানা মহলে। আমেরিকায় দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই এই যুদ্ধ বন্ধ করবেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও কোনও রফাসূত্র বার হয়নি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জ়েলেনস্কির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন ট্রাম্প। শান্তি আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে ইতিবাচক কোনও ফল হয়নি। কোনও পক্ষই এখনও পর্যন্ত এক টেবিলে বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেনি। দুই পক্ষই নিজের নিজের মতো করে শর্ত চাপিয়ে রেখেছে। বিশ্বের অন্য দেশগুলি এই যুদ্ধ থামানোর চেষ্টা চালাচ্ছে। সেই আবহে প্রায় প্রতি দিনই ইউক্রেনে হামলার তীব্রতা বৃদ্ধি করছে রাশিয়া। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement