bizarre

Bizarre Wedding: বিয়েতে নিমন্ত্রিতদের জন্য গুচ্ছ নির্দেশিকা, তালিকা দেখে পালানোর পরামর্শ নেটাগরিকদের

বিয়েতে উপস্থিত থাকতে গেলে যদি পালন করতে হয় একগুচ্ছ নিয়ম, তা হলে আপনার কেমন লাগবে?

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ০৯:০১
Share:

ছবি—শাটারস্টক।

বিয়েকে স্মরণীয় করে রাখতে পরিজনদের নিমন্ত্রণ করেন যুগলরা। কিন্তু কারও বিয়েতে উপস্থিত থাকতে গেলে যদি পালন করতে হয় একগুচ্ছ নিয়ম, তা হলে আপনার কেমন লাগবে? সম্প্রতি এ রকমই একটি বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে। বিয়েতে উপস্থিত থাকার জন্য এক যুগল নিমন্ত্রিতদের যে সব শর্ত পালন করতে বলেছেন, তা নিয়ে প্রবল আলোচনা চলছে নেটমাধ্যমে।

Advertisement

অনেকেই বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের অনুরোধ করেন বাচ্চাদের না নিয়ে আসতে। অনেকে নির্দিষ্ট ধরন বা রঙের পোশাক পরেও আসতে বলেন। কিন্তু নেটমাধ্যমে আলোচিত হওয়া দম্পতি একেবারে ১০টি শর্ত পালন বাধ্যতামূলক করেছেন। পোশাকবিধি থেকে কেশসজ্জা, ছবি থেকে উপহারের মূল্য— বিভিন্ন বিষয় নিয়ে শর্ত দিয়েছেন তাঁরা।

দেখুন সেই শর্তাবলী—

Advertisement

• অনুষ্ঠানের ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা আগে আসুন

• দয়া করে ক্রিম, সাদা রঙের পোশাক পরে আসবেন না

• সাধারণ বব এবং পনিটেল ছাড়া কোনও কিছু চলবে না

• সারা মুখ জুড়ে মেক আপ করবেন না

• অনুষ্ঠানের কোনও ভিডিয়ো করবেন না

• নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ ফেসবুক ব্যবহার করবেন না

• ছবি পোস্ট করার সময় নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে

• কনের সঙ্গে কথা বলবেন না

• অবশ্যই ৭৫ ডলারের বেশি মূল্যের উপহার আনবেন

এই শর্ত নিয়ে কোনও দ্বন্দ্ব থাকলে তা দূর করার জন্য ফোন করার পরামর্শও দিয়েছেন ওই যুগল। শর্তের এই সব তালিকা দেখে নেটাগরিকরা বলছেন, ‘‘এমন বিয়ে উপস্থিত থাকার থেকে পালিয়ে যাওয়াই ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন