wildlife

পর্যটক বোঝাই সাফারি ভ্যানে লাফিয়ে পড়ল সিংহ, তার পর…

সাফারি পার্কে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে বেমক্কা বিশাল লাফ সিংহের। তারপর কী হল জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩২
Share:

‘ফিলিয়া’-র আদর পর্যটকদের। ছবি: ইউ টিউব ভিডিয়োর সৌজন্যে।

‘হীরক রাজার দেশে’ বাঘমামার পায়ে পড়ে প্রাণভিক্ষা চেয়েছিল নিতান্ত গোবেচারা গুপি-বাঘা। সিনেমার পর্দায় সে দৃশ্য আমাদের অনেকেরই পরিচিত। কিন্তু এ বার আর সিনেমা নয়। ঘোর বাস্তব। আর বাঘের বদলে সিংহ। সাফারি পার্কে পর্যটকদের গাড়ি লক্ষ্য করে তার বেমক্কা বিশাল লাফ!

Advertisement

তবে এটুকু পড়েই যদি ভয়ে কুঁকড়ে যান, তবে বিস্ময় আরও অপেক্ষা করছে আপনার জন্য। ভয় তো দূরস্থান, উল্টে সিংহটির সঙ্গে খেলা-মজায় মাতলেন পর্যটকরা। সিংহও আনন্দে চেটে দিল পার্কে বেড়াতে আসা মানুষজনের শরীর।

পাশে দাঁড়িয়ে গোটা ঘটনারই ভিডিয়ো করেন আর এক মহিলা। ঘটনাটি ক্রিমিয়া-র ভিলনোহার্সকে তাইগান সাফারি পার্কের।

Advertisement

আরও পড়ুন: লিয়োনার্দোর নয়? প্রদর্শনী পিছোল ল্যুভ্‌র

দেখুন সেই সাফারি পার্কের ভিডিয়ো

সম্প্রতি এই পার্কে কয়েক জন মিলে বেড়াতে যান। সেখানে একটি খোলা সাফারি ভ্যান ভাড়া করেন তাঁরা। এই ভ্যানে করেই ঘুরে দেখতে থাকেন গোটা পার্ক। হঠাৎই তাঁদের গাড়িতে লাফিয়ে পড়ে ফিলিয়া নামের ওই সিংহ। তবে ভয় না পেয়ে পর্যটকরা সিংহটির সঙ্গে খেলায় মেতে উঠতে সে-ও সমান তালে পাল্লা দেয় তাঁদের সঙ্গে।

আরও পড়ুন: পাইথন, ইগুয়ানাদের সঙ্গে আড্ডা দিতে ঘুরে আসুন এই ক্যাফে থেকে

ভিডিয়োটি সোশ্যাল সাইটে ছড়িয়ে যেতেই এই বিদেশিদের সাহস দেখে তাজ্জব তামাম দুনিয়া! ভয় ও আনন্দের মিশেলে এই ভিডিয়োই সোশ্যাল সাইটে এখন ভাইরাল!

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement