সূর্য‌ে জমি কিনবেন? বিক্রি ৭২ টাকায়!

পকেটে ৭২ টাকা আছে? ব্যাস, কেল্লাফতে। সূর্যে প্লট কিনে বাড়ি বানিয়ে ফেলুন। এমন অফার কিন্তু বেশি দিন থাকবে না! ঠিক এমনটাই কয়েক দিন আগেও ভেবেছিলেন স্পেনীয়রা। আর তাঁদের এই অফার দিয়েছিলেন ৫৪ বছরের মারিয়া ডুরান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জুন ২০১৫ ১৯:০৬
Share:

পকেটে ৭২ টাকা আছে? ব্যাস, কেল্লাফতে। সূর্যে প্লট কিনে বাড়ি বানিয়ে ফেলুন। এমন অফার কিন্তু বেশি দিন থাকবে না!

Advertisement

ঠিক এমনটাই কয়েক দিন আগেও ভেবেছিলেন স্পেনীয়রা। আর তাঁদের এই অফার দিয়েছিলেন ৫৪ বছরের মারিয়া ডুরান। এক ইউরো অর্থাত্ ভারতীয় মুদ্রায় ৭২ টাকার বিনিময়ে সূর্যে প্লট বিক্রি করছিলেন তিনি। ‘ইবে’তে অ্যাকাউন্ট খুলে প্রতি স্ক্যোয়ার মিটার হিসাবে প্লট বিক্রির ব্যবসা ফেঁদে বসেন। কিন্তু এভাবে সাধারণ মানুষকে ঠকানোর জন্য দু’বছর পর তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেয় এই ইন্টারনেট ই-কমার্স। তাতে রেগে গিয়ে ‘ইবে’-র বিরুদ্ধেই মামলা দায়ের করেছেন তিনি। এতদিনে তাঁর মামলা স্পেনের একটি আদালত গ্রহণ করায় খবরটি প্রকাশ্যে আসে। আদালতের বাইরে ‘ইবে’ কর্তৃপক্ষ মামলাটি আপসে মিটিয়ে নিতে চাইলে রাজি হননি মারিয়া।

মারিয়ার সাকিন স্পেনের গালিসিয়া প্রদেশের ভিগো। সূর্যের বেশ কিছু অংশের ওপর তিনি নিজের মালিকানা দাবি করেন ২০১০ সাল থেকেই। কিন্তু কোন অধিকারে তিনি সূর্যে জমির মালিক তা জানা যায়নি। এমনকি সোলার পাওয়ার ব্যবহারকারীদের মোটা অঙ্কের বিল পাঠান মারিয়া। স্পেনের নোটারি অফিসে নিজের নামেই সূর্যের নাম নথিভুক্ত করেন তিনি।

Advertisement

মারিয়ার সাধের ব্যবসায় বাধ সাধছে ‘ইবে’। অগত্যা এবার নিজের ওয়েবসাইট থেকেই সূর্য বিক্রি শুরু করলেন মারিয়া!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন