Viral

ফ্লাইট মিস করে পার্কিং বে ধরে বিমানের পিছনে ছুট! ভাইরাল ভিডিয়ো

চলন্ত বিমানের পিছন পিছন ছুটতে শুরু করলেন তিনি

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১২:০৩
Share:

ওই মহিলাকে আটকাচ্ছেন দুই বিমানবন্দর কর্মী। ছবি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।

বিমানবন্দরে পৌঁছেছিলেন দেরি করে। সেজন্য ধরতে পারেননি নির্দিষ্ট বিমান। কিন্তু তিনি হাল ছাড়েননি। পার্কিং‌ বে-তেই চলন্ত বিমানের পিছন পিছন ছুটতে শুরু করেন তিনি। তাঁকে বাধা দেয় বিমানবন্দর কর্মীরা। সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দক্ষিণ-পূর্ব এশিয়ার বালির গুড়া রাই বিমানবন্দরের ঘটনা এটি। রবিবার সকালে বালি থেকে জাকার্তা যাওয়ার জন্য সিটিলিঙ্কের বিমান ধরার কথা ছিল ওই মহিলার। কিন্তু তিনি নির্দিষ্ট সময়ে বোর্ডিং গেটে হাজির হতে পারেননি। বিমানবন্দরের মুখপাত্র জানিয়েছেন, “বোর্ডিং গেটে হাজির থাকার জন্য ওই মহিলার নাম তিনবার ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই মহিলার তরফে কোনও সাড়া পাওয়া যায়নি।”

বিমান ছাড়ার মাত্র ১০ মিনিট আগে তিনি হন্তদন্ত হয়ে হাজির হয়েছিলেন বোর্ডিং গেটে। সেখানে বিমানবন্দর কর্মীরা তাঁকে বাধা দেন। কিন্তু সেই বাধা অগ্রাহ্য করে বোর্ডিং গেট পেরিয়ে তিনি পৌঁছে যান টারম্যাকে এবং বিমানের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তাঁকে বাধা দেন দু'জন নিরাপত্তারক্ষী।

Advertisement

আরও পড়ুন: ড্রাইভিং পরীক্ষা পাস করার ৫০ মিনিটের মধ্যে লাইসেন্স বাতিল!

সিটিলিঙ্ক এয়ারলাইন কর্তৃপক্ষ এই ঘটনার কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে তারা বলেছে, "এক মহিলা ৭ টা ২০ মিনিটের জাকার্তার বিমান ধরতে অবৈধভাবে বোর্ডিং গেট থেকে বিমানের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। এয়ারলাইন্সের এক কর্মী ও একজন নিরাপত্তারক্ষী তাঁকে বাধা দেন। সেজন্যই ওই মহিলা যাত্রী মাটিতে পড়ে গিয়েছিলেন।”

আরও পড়ুন: শাড়ি নিয়ে নাজেহাল দীপিকা, সামলে দিলেন রণবীর, দেখুন ভিডিয়ো

দেখুন সেই ভিডিয়ো-

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জাকার্তা যাওয়ার পরবর্তী বিমানে ওই মহিলার যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

(আন্তর্জাতিক স্তরের বাছাই করা ঘটনাগুলো নিয়েবাংলায় খবরজানতে পড়ুন আমাদেরআন্তর্জাতিকবিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন