Advertisement
E-Paper

শাড়ি নিয়ে নাজেহাল দীপিকা, সামলে দিলেন রণবীর, দেখুন ভিডিয়ো

দীপিকার মুখে সেই মুক্তোঝরা হাসি, পাশে এসে দাঁড়ালেন রণবীর

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ০৭:৫৫
শাড়ি সামলে নেওয়ার পর দীপিকার সেই হাসি। মুগ্ধ হলেন রণবীরও। ছবি সৌজন্যে দীপবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

শাড়ি সামলে নেওয়ার পর দীপিকার সেই হাসি। মুগ্ধ হলেন রণবীরও। ছবি সৌজন্যে দীপবীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

সদ্য বিবাহিত দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহের বিয়ের একাধিক ছবি এই মুহূর্তে ভাইরাল ওয়েব দুনিয়ায়। অফস্ক্রিনেও দীপ-বীরের জমজমাট কেমিস্ট্রি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। আর এ বার সদ্যবিবাহিত স্ত্রী দীপিকার শাড়ি ঠিক করে দিলেন রণবীর। এবং মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো।

১৪ ও ১৫ নভেম্বর কোঙ্কনি ও সিন্ধ্রি রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ। ২১ নভেম্বর বেঙ্গালুরুতে একটি ঘরোয়া রিসেপশনের আয়োজন করেছিল পাড়ুকোন পরিবার। সেই রিসেপশনেরই একটি ভিডিয়ো প্রকাশ্য আসতেই আবারও নেটিজেনরা অবাক হয়ে গিয়েছেন।

দীপিকা আর রণবীর পরস্পরের হাত ধরেই নেমে আসছিলেন সিঁড়ি দিয়ে। এর পর রিসেপশনের বসার জায়গায় দীপিকার হাত ধরে রণবীরের পোজ দেওয়ার পালা। নবদম্পতিরা যেমন ছবি তোলেন, তেমনই আর কী। বিশেষ করে দীপবীরের রিসেপশনের সাজ দেখার জন্য প্রত্যেকেই তখন মুখিয়ে রয়েছেন। তখনই শাড়ির আঁচল নিয়ে সমস্যায় পড়েন দীপিকা।

আরও পড়ুন: শোভনের বৈশাখী-যোগ কবে, কী ভাবে​

মুহূর্তের মধ্যে সব কেতাদুরস্ত ভাব ভুলে এগিয়ে আসেন রণবীর। ঠিক করে দেন দীপিকার শাড়ির আঁচল। হাত ধরে তাকান স্ত্রীর দিকে। একটা ‘ফ্লাইং কিস’-ও ছুঁড়ে দেন দীপিকার দিকে তাকিয়ে। পাপারাজ্জিরা তুলতে থাকেন একের পর এক ছবি। সেই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেকেই প্রশংসা করেছেন রণবীরের এই আচরণের। তাঁরা বলেছেন, রণবীর আর দীপিকার প্রেম এক্কেবারে জমে ক্ষীর।

Look at the way he is making his lady love @deepikapadukone feel comfortable and look even more pretty❤️👩‍❤️‍💋‍👩 . . #deepikapadukone #ranveersingh #couplegoals💑 #randeep #hiswife #justmarried❤️ #deepveer #deepveerkishaadi #love #happy

A post shared by #DeepVeerWaale👰🤵💑 (@deepikapadukoneesingh) on

বেঙ্গালুরুর লীলা প্যালেসে ২১ নভেম্বর এই রিসেপশন পার্টির আয়োজন করা হয়েছিল। রিসেপশনে উপস্থিত ছিলেন অনিল কুম্বলে, পি ভি সিন্ধুর মতো তারকারা। সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টাইলে সেজেছিলেন দীপিকা। মায়ের দেওয়া উপহারের একটি শাড়ি পরেছিলেন তিনি। এটি বেঙ্গালুরুর অঙ্গদি গালেরিয়া থেকে কেনা। ওদিকে রণবীর পরেছিলেন রোহিত বালের ডিজাইন করা একটি পোশাক।

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন

রিসেপশনের দিন সকালেও সংবাদমাধ্যমকে নিরাশ করেননি দীপবীর জুটি। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনে সাদা একটি আনারকলি পরেছিলেন দীপিকা। পাশে ছিলেন দীপিকার ‘ডিয়ার হাব্বি’ রণবীর সিংহ। তাঁর পরনে সব্যসাচীর ডিজাইন করা নেহরু জ্যাকেট ও সাদা কুর্তা। দীপিকার বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে দু’জনেই হাত নাড়েন পাপারাজ্জিদের উদ্দেশে।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

Bollywood Deepika Padukone Ranveer Singh Actor Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy