মাঝরাস্তায় লোকজনের ভিড়। সেই ভিড়েই অশান্তি শুরু হয়েছে একদল তরুণের মধ্যে। পরস্পরকে ঘুষি, লাথি মেরে চলেছেন তাঁরা। মারধর করার জন্য রাস্তা জুড়ে দৌড়ে বেড়াচ্ছেন কয়েক জন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘নিখিল সাইনি’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তার মধ্যে তরুণেরা অশান্তি করছেন। সেই অশান্তি ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরস্পরকে লাথি-ঘুষি মারতে থাকেন তাঁরা। এক জন আবার মার খাওয়ার হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছেন। তাঁকে মারার জন্য পিছন পিছন দৌড়ে বেড়াচ্ছেন কয়েক জন তরুণ।
স্থানীয়েরা সেই ঘটনা সেখানে দাঁড়িয়ে দেখছিলেন। বিপদ বুঝে সেখানে পৌঁছোন দুই পুলিশকর্মী। পুলিশ দেখেই তাদের ঘিরে ধরেন স্থানীয়েরা। মুহূর্তের মধ্যে অশান্তিও থেমে যায়। সম্প্রতি এই ঘটনাটি মানালির ম্যাল রোডে ঘটেছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় এক নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘এত লোকজনের ভিড়েও কী করে মানুষ এমন ভাবে ঝামেলা করতে পারেন! সঠিক সময় পুলিশ না পৌঁছোলে মনে হয় আরও বেশ কিছু ক্ষণ মারপিট চলত।’’