Xi Jinping

জাতীয় নিরাপত্তা সঙ্কটে, যুদ্ধের জন্য চিনের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন জিনপিং

মঙ্গলবার সেনাবাহিনীর শীর্ষ পদাধিকারীদের সামনে জিনপিং জানান, গোটা বিশ্বের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। ফলে চিনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই যুদ্ধের জন্য প্রস্তুত থাকা জরুরি।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ২১:১৯
Share:

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল চিত্র।

সঙ্কটে দেশের জাতীয় নিরাপত্তা। তাই দেশের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মিকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুধু যুদ্ধের জন্য প্রস্তুত থাকাই নয়, যে কোনও মূল্যে যুদ্ধ জেতার কৌশলও রপ্ত করতে বলেছেন জিনপিং।

Advertisement

কিছু দিন আগেই সে দেশের কমিউনিস্ট পার্টির সম্মেলনে আরও এক বারের জন্য দলের সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়েছে ৬৯ বছর বয়সি জিনপিংকে। একই সঙ্গে আরও পাঁচ বছরের জন্য দেশের সামরিক কমিশনের প্রধান নির্বাচিত হয়েছেন টানা দশ বছর ক্ষমতায় থাকা এই রাষ্ট্রপ্রধান।

প্রসঙ্গত, জিনপিংয়ের আগে এক মাত্র মাও জে দং ছাড়া এমন নিরঙ্কুশ ক্ষমতা চিনের আর কোনও রাষ্ট্রপ্রধান পাননি। গত মঙ্গলবার চিনের সামরিক কমিশনের সদর দফতরে সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যান জিনপিং। সেখানে গিয়েই সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন চিনের প্রেসিডেন্ট।

Advertisement

আড়েবহরে চিনের সেনাবাহিনী বিশ্বের বৃহত্তম। প্রায় ২০ লক্ষ সেনা রয়েছে বাহিনীতে। মঙ্গলবার সেনাবাহিনীর শীর্ষ পদাধিকারীদের সামনে জিনপিং জানান, গোটা বিশ্বের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। এর ফলে চিনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাই দেশের স্বার্থেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকা জরুরি। তবে জিনপিং কেন প্রেক্ষিতে এমন মন্তব্য করেছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন