International News

চিতাকে বালিশ করে ঘুমান তিনি! দেখুন ভিডিও

রাতের বেলা নরম বালিশ হলে ঘুম ভাল হয়। কিন্তু তা বলে সব ছেড়ে ছুড়ে চিতা! হ্যাঁ, শেষ পর্যন্ত খোদ চিতার পশমে মোড়া শরীরকেই বালিশ হিসাবে ব্যবহার করলেন এই ব্যক্তি! শুধু তাই নয়, চিতার সঙ্গে কাটানো সেই মুহূর্তের ভিডিও তুলে শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৬ ১৪:৩১
Share:

রাতের বেলা নরম বালিশ হলে ঘুম ভাল হয়। কিন্তু তা বলে সব ছেড়ে ছুড়ে চিতা! হ্যাঁ, শেষ পর্যন্ত খোদ চিতার পশমে মোড়া শরীরকেই বালিশ হিসাবে ব্যবহার করলেন এই ব্যক্তি! শুধু তাই নয়, চিতার সঙ্গে কাটানো সেই মুহূর্তের ভিডিও তুলে শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। বন্য পশুর সঙ্গে মানুষের গভীর হৃদ্যতার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়।

Advertisement

প্রাণীবিদ ডল্ফ সি ভলকর পেশায় এক জন অ্যানিম্যাল অ্যাডভোকেট। দক্ষিণ আফ্রিকান চিতা এক্সপিরিয়েন্সে ভলেন্টিয়রের কাজ করেন ডল্ফ। কাজ করতে করতেই এখানকার চিতাদের সঙ্গে তাঁর গভীর বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। তবে এই চিতাটি জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় প্রথম থেকেই তার প্রতি আলাদা ভালবাসা গড়ে উঠেছে ডল্ফের। এই স্ত্রী আফ্রিকান চিতাটির জন্ম হয়েছে স্টেরাইল মেনিনজাইটিস নিয়ে। ফলে তাঁর দেহে হাড় ও স্নায়ু ভাল ভাবে বিকশিত হয়নি। দেখুন ডল্ফের সঙ্গে চিতার সেই ভিডিও।

দেখুন ভিডিও:

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement