বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শারদোৎসব বাংলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তিও বটে। পুজোর চারটে দিন উপলক্ষে কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হয়। একাধিক সংস্থা তৈরি করে বিজ্ঞাপনী ছবি। শারদীয় প্রচারের জন্য তৈরি সেই শত শত বিজ্ঞাপনী ছবির মধ্যে এমন কয়েকটি রয়েছে, যা নিছক বিজ্ঞাপনের পরিচয় পেরিয়ে হয়ে উঠেছে দুর্গাপুজোর অবিচ্ছেদ্য অঙ্গ। কাহিনির জোরে আজও সে সব ছবি উসকে দেয় পুজোর নস্টালজিয়া।