এ বছরের মতো শারদীয়ার পালা সাঙ্গ হলেও বিলেত-ভূমে এখনও অটুট বাঙালি উৎসবের আমেজ। সৌজন্যে 'ক্যামডেন দুর্গোৎসব কমিউনিটি'। সাফল্যের সঙ্গে দুর্গাপুজোর আয়োজন করার পর এ বার লন্ডনের এই বাঙালি সংগঠন মা কালীর আরাধনার বন্দোবস্ত শুরু করে দিয়েছে। যদিও এ বারই প্রথম নয়, বস্তুত - এই সংগঠনের দুর্গাপুজোর মতোই কালীপুজো করারও পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সময়ের সঙ্গে সেই পুজোয় কিছু বদল এলেও আবেগ আজও অমলীন এবং তা ক্রমবর্ধমান।
এ বারের কালী আরাধনার সবথেকে বড় আকর্ষণ হল - এর স্থান নির্বাচন। এ বছরই প্রথম লন্ডনের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য, সেন্ট জন'স হাইড পার্ক প্রাঙ্গণে বসতে চলেছে মাতৃবন্দনার জমজমাট আসর। সকলের সুবিধা ও যাতায়াতের সহলভ্যতার কথা মাথায় রেখেই এই স্থানটি পুজোর জন্য বেছে নেওয়া হয়েছে।
সংগৃহীত চিত্র।
একই ভাবে লন্ডনে বসবাসকারী বাঙালিরা যাতে যত বেশি সংখ্যায় সম্ভব এই পুজোয় যোগ দিতে পারেন, তা নিশ্চিত করতে সপ্তাহান্তে পুজোর আয়োজন করা হয়েছে। সেই অনুসারে - আগামী ২৫ অক্টোবর (২০২৫) শনিবার - এই পুজো করা হবে। পুজো শুরু হবে দুপুর ২টো থেকে এবং চলবে রাত ১০টা পর্যন্ত।
সংগৃহীত চিত্র।
এ বারের পুজোর থিম - 'শ্মশান কালী'! সুতরাং, বোঝাই যাচ্ছে, আয়োজনে বাঙালির চিরন্তন কালীভক্তির পূর্ণ প্রকাশ ঘটতে চলেছে সংশ্লিষ্ট প্রবাসী বাঙালিদের এই আয়োজনে।
এ ছাড়াও, পুজো উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হচ্ছে। সেই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে শারদোৎসবের পর আবারও একবার লন্ডনের আকাশ-বাতাস ভরে উঠবে বাঙালির উৎসবের চেনা গন্ধে, ছন্দে, আনন্দে, খুশিতে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।