Advertisement
Celebrity Durga Puja Celebration

পুজোতে মায়ের হাতের রান্না মিস করব, বললেন নয়না

কলকাতার যাদবপুরের মেয়ে নয়না এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। পেশার তাগিদে সেটাই এখন তাঁর ঠিকানা।

নয়না গঙ্গোপাধ্যায়।

নয়না গঙ্গোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ১১:০৬
Share: Save:

‘চরিত্রহীন’ দেখেছেন? সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’? যদি দেখেন তা হলে নয়না গঙ্গোপাধ্যায় আপনার পরিচিত। আর যাঁরা দেখেননি, তাঁরাও জানেন, ওয়েব প্ল্যাটফর্মের এই মুহূর্তে নয়া সেনসেশন নয়না।

কলকাতার যাদবপুরের মেয়ে নয়না এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। পেশার তাগিদে সেটাই এখন তাঁর ঠিকানা। কাজের চাপে এ বার পুজোয় কলকাতায় আসা হবে না। মন খারাপ করবে প্রিয় শহরের জন্য।

মুম্বইত থেকে ফোনে নয়না বললেন, ‘‘কলকাতার পুজো খুব মিস করব এ বার। স্পেশ্যালি মায়ের হাতের রান্না। মা ওখানে। আর আমি এখানে। শুটিং থাকবে বলে পুজোতে কলকাতায় এ বার যেতেও পারব না। পুজোর সময় তো বটেই, তা ছাড়া এমনিতেই মায়ের তৈরি খাবার এখানে এসে খুব মিস করি। তবে এখানে বাঙালিদের বেশ কিছু পুজো হয়। সেখানে যাই। অভিজিত্দার পুজোয় আমি তো ধুনুচি নাচও করেছিলাম। এ বছরও যাব।’’

আরও পড়ুন: নায়িকা হয়ে যাওয়ার ফলে পুজোর প্রেমটা তেমন হয়নি​

আরও পড়ুন: শুধুই চুমু নাকি আরও কিছু? সোহিনীকে জিজ্ঞেস করলেন আবির!​

অভিনেত্রী হয়ে জীবনটা অনেকটাই বদলেছে নয়না। তবুও পাড়ার পুজো, বন্ধুদের আড্ডা, ছেলেদের ঝাড়ি মারা— সবটাই এখনও জলছবি হয়ে রয়ে গিয়েছে নায়িকার মনে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE