দুর্গাপুজো শেষ। তার রেশ মিলিয়ে যেতে না যেতেই শুরু হয়ে যায় লক্ষ্মীপুজোর প্রস্তুতি। যে মণ্ডপে দুর্গাপুজো হয়, সেখানে লক্ষ্মীর আরাধনাও করেন উদ্যোক্তরা। তবে এ পুজোর চল প্রতি ঘরে।
এখানেই যেন একটু ব্যতিক্রমী অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। না! তাঁর বাড়িতে লক্ষ্মীপুজোর রেওয়াজ নেই। ‘‘আমার মাকে কখনও লক্ষ্মীপুজো করতে দেখিনি। ইনফ্যাক্ট কোনও ঠাকুরের ছবিই আমাদের বাড়িতে ছিল না। ইদানীং মাকে তাও কখনও কখনও পুজো করতে দেখি। আর আমি বাড়িতে কয়েক বছর ধরে দিওয়ালির পুজো করি। লক্ষ্মীপুজো হয় না”— বললেন অভিনেত্রী।
লক্ষ্মীপুজো বাড়িতে হয় না, বটে। তবে ঘরোয়া এই উত্সবের মেজাজ ধরা আছে তাঁর মেয়েবেলার স্মৃতিতে। দল বেঁধে বাড়ি বাড়ি নাড়ু, নিমকি খাওয়ার স্মৃতিতে মিঠে হাত বোলালেন সুদীপ্তা।