Advertisement
Celebrity Durga Puja Celebration

এ বছরের পুজো পায়েল-দ্বৈপায়নের কাছে স্পেশ্যাল, কেন জানেন?

পুজোতে কলকাতায় থাকছেন না দম্পতি। এমনিতে তাঁদের পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বেরিয়ে পড়েন তাঁরা। দ্বৈপায়ন ট্রেক করতে পছন্দ করেন। পায়েলও তাঁর সঙ্গী হন।

দম্পতি। ছবি: পায়েলের ফেসবুক পেজের সৌজন্যে।

দম্পতি। ছবি: পায়েলের ফেসবুক পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৬:২৪
Share: Save:

দুর্গাপুজো মানেই বাঙালির সেরা উত্সব। আর উত্সব যদি আগামীর খবর নিয়ে আসে?

ঠিকই এমনই ঘটেছে সেলেব দম্পতি পায়েল দে এবং দ্বৈপায়ন দাসের জীবনে। কারণ পায়েল সন্তানসম্ভবা। আর কিছুদিনের মধ্যেই মা হবেন তিনি। ফলে এ বছরের পুজো তাঁর কাছে স্পেশ্যাল।

তবে পুজোতে কলকাতায় থাকছেন না দম্পতি। এমনিতে তাঁদের পায়ের তলায় সর্ষে। সময় পেলেই বেরিয়ে পড়েন তাঁরা। দ্বৈপায়ন ট্রেক করতে পছন্দ করেন। পায়েলও তাঁর সঙ্গী হন। এ বার গ্রিসে ছুটি কাটাবেন এই জুটি। বিমানবন্দর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন, পুজোর সময় দেখতে পাবেন প্যান্ডেলে ফুচকা খাচ্ছি: কৌশানী

এই মুহূর্তে ‘জাহানারা’ ধারাবাহিকে রুবিনার চরিত্রে অভিনয় করছেন পায়েল। অন্যদিকে জনপ্রিয় ধারাবাহিক ‘জয়ী’ নিয়ে ব্যস্ত দ্বৈপায়ন। কাজের অবসরে এখন ছুটির সময়। তবে এই বছরের পুজো তাঁদের কাছে নতুনের বার্তা নিয়ে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE