Ishaa Saha: পুজোয় নতুন প্রেম হয়নি, পুরনো প্রেমই পেয়েছে নতুন মাত্রা
পুজোয় এ বার কী করবেন ইশা সাহা? পুজোর প্রেম তাঁর কাছে কী রকম?

করোনার ভয় ভুলে সকলে একটু আনন্দ করতে পারবেন, আশাবাদী ইশা।
নিজস্ব সংবাদদাতা
গত বছর পুজোটা মোটেই ভাল কাটেনি। তবে সেটা শুধু তাঁর নয়, সকলেরই। এ বছর তিনি আশা করছেন, তুলনায় কিছুটা হলেও ভাল কাটবে সকলের পুজো। মানুষ করোনার ভয় ভুলে একটু আনন্দ করতে পারবেন, অভিনেত্রী ইশা সাহা আশাবাদী।
তবে করোনার প্রকোপ কমলেও একেবারে চলে যায়নি। তাই মাস্ক-স্যানিটাইজারও পিছু ছাড়েনি। এত ঝক্কি নিয়ে পুজোর প্যান্ডেলে যেতে নারাজ ইশা। তাই এই পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখার তেমন ইচ্ছা নেই তাঁর।
ঠিক করেছেন, বাড়িতে বসেই টিভির পর্দাতেই ঠাকুর দেখবেন তিনি। কিন্তু বাকি সময়টা? ‘‘প্রচুর আড্ডা মারব। আমার যে বন্ধুরা কলকাতার বাইরে থাকে, তারা সকলে পুজোয় কলকাতায় আসে। সারা বছরে এই একটা সময়ই দেখা হয়। তাই একসঙ্গে আড্ডা হবে। এবং পাশাপাশি চলবে দেদার খাওয়াদাওয়া,’’ বললেন ইশা। খাওয়াদাওয়া করতে বরাবরই পছন্দ করেন অভিনেত্রী। পেশার খাতিরে কড়া ডায়েটে থাকার চেষ্টা করেন তিনি। নিয়মিত জিমেও যান অন্য কোনও কাজ না থাকলে। কিন্তু মিষ্টি দেখলে অনেক সময়েই লোভ সামলাতে পারেন না ইশা। পুজোর সময়ে অবশ্য তেমন কোনও বাধানিষেধ মানবেন না তিনি।
পুজোর প্রেম বাঙালির কাছে একটি আলাদা নস্ট্যালজিয়া নিয়ে আসে। কৈশোর বয়সে প্যান্ডেলে কাউকে এক ঝলক দেখে প্রেমে পড়ে যাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইশার তেমন কোনও অভিজ্ঞতা এখনও পর্যন্ত হয়নি। পুরনো প্রেমই পুজোর সময়ে আরও গভীর হয়ে উঠেছে, এমন ঘটনা অবশ্য ঘটেছে। এ বার পুজোয় তেমন কোনও সম্ভাবনা রয়েছে নাকি? প্রশ্ন শুনে হেসেই গড়িয়ে পড়লেন নায়িকা।
ছবি: শিলাদিত্য দত্ত
-
কী দেখবেন, কেন দেখবেন? কেমন হল অনুভব সিংহের নতুন ছবি ‘ভিড়', জানাচ্ছে আনন্দবাজার অনলাইন
-
বুদ্ধ আমলে বেনিয়মের অভিযোগ, নিয়োগ দুর্নীতির স্বতন্ত্র তদন্তে মমতা সরকার?
-
১২ বছর পর সিলেবাস কমিটির চেয়ারম্যান বদল! কারণ জানালেন ব্রাত্য
-
‘সংসদীয় গণতন্ত্রে নিকৃষ্টতম নজির’, রাহুলের সাংসদ পদ খারিজে প্রতিক্রিয়া ডেরেকের
-
কী দেখবেন, কেন দেখবেন? কেমন হল অনুভব সিংহের নতুন ছবি ‘ভিড়', জানাচ্ছে আনন্দবাজার অনলাইন
-
বামফ্রন্ট আমলে পার্থবাবু বিরোধী নেতা, নিয়োগে বেনিয়ম করার প্রশ্নই নেই: বিমান
-
বাবা জেলে, মেয়েটা একা, মুখ্যমন্ত্রীর কণ্ঠে সুকন্যার জন্য মমতা, সবাই খেয়াল রাখিস, নির্দেশ নেতাদের
-
দেশের আগে আইপিএল নয়, শাকিব-লিটনদের স্পষ্ট জানিয়ে দিল বাংলাদেশ