রাত পোহালেই মহালয়া। টিভির পর্দায় ‘মহিষাসুরমর্দিনী’ অনুষ্ঠান দেখতে ভোর পাঁচটায় উঠতেও দ্বিধাবোধ করেন না বাঙালিরা। বিশেষ করে আগ্রহ থাকে রুপোলি পর্দার অভিনেত্রীদের নিয়ে। কোন চ্যানেলে কোন নায়িকা দুর্গারূপে ধরা দেবেন, সেই নিয়ে কৌতূহলের অন্ত নেই। মহালয়ার এক দিন আগে এক ঝলকে দেখে নেওয়া যাক সেটাই।
সংগৃহীত চিত্র।
‘স্টার জলসা’র পর্দায় আবারও দেবী হয়ে ফিরছেন কোয়েল মল্লিক। এই নিয়ে তৃতীয় বার দুর্গারূপে ধরা দিতে চলেছেন তিনি। নায়িকা এ বার ‘মাতৃরূপেণ সংস্থিতা’।
সংগৃহীত চিত্র।
জ়ি বাংলার মহালয়ার ক্ষেত্রে নতুন চমক ইধিকা পাল। তিনিই আসছেন দেবী হয়ে। জ়ি বাংলার ‘জাগো মা জাগো দুর্গা’র অনুষ্ঠানে দ্বৈত ভূমিকায় ধরা দেবেন পর্দার ‘কিশোরী’। একটি রূপ ‘পার্বতী’র, অন্যটি ‘মহিষাসুরমর্দিনী’।
সংগৃহীত চিত্র।
অন্য দিকে এই একই অনুষ্ঠানে দুর্গারূপে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। মজার বিষয় হল, মহিষাসুর হয়েছেন অভিনেত্রীরই বাস্তব জীবনের স্বামী রুবেল দাস।
সংগৃহীত চিত্র।
পর্দায় এর আগে বহু বার দুর্গা হয়েছেন পায়েল দে। মাঝে কয়েক বছরের বিরতি। আবারও নতুন রূপে, নতুন ভাবে ফিরছেন অভিনেত্রী। তবে অবতার এক। ‘সান বাংলা’র ‘অকাল বোধন’ অনুষ্ঠানের দুর্গা রূপেই দর্শক পেতে চলেছেন তাঁকে।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।