২০২৪ সালে দ্বিতীয়বারের জন্য মা হন কোয়েল। অভিনেত্রী এবং নিসপাল সিং রানের সংসারে আসে তাঁদের দ্বিতীয় সন্তান, মেয়ে। কিছু মাস আগেই জানা গিয়েছে এই একরত্তির নাম তাঁরা তাঁদের ছেলে কবীরের সঙ্গে মিলিয়ে কাব্য রেখেছেন। নাম জানা গেলেও এত দিন মেয়ের মুখ দেখাননি এই তারকা দম্পতি। দুর্গাপুজোর আবহে মেয়েকে প্রকাশ্যে আনলেন কোয়েল-নিসপাল।
সপ্তমীর দুপুরে মেয়ে কাব্যর সঙ্গে আলাপ করালেন কোয়েল। একরত্তিকে যে একে বারেই তার মায়ের মতো দেখতে হয়েছে সেটা কোয়েলের পোস্টের কমেন্টে বক্সে নজর রাখলেই বোঝা যাচ্ছে। তাঁর অনুরাগীরা এমনটাই দাবি করছেন।
আরও পড়ুন:
এ দিন কোয়েল একাধিক ছবি পোস্ট করেন সমাজমধ্যমে। সেখান দেখা যাচ্ছে তাঁর কোলে হলুদ লেহেঙ্গা পরে, ঝুঁটি বেঁধে হাসিমুখে পোজ দিচ্ছে ছোট্ট কাব্য। বাপের বাড়ি অর্থাৎ মল্লিক বাড়ির পুজোতেই সপরিবারে সপ্তমীর দিন দেবীর সামনে ধরা দিলেন ‘টলিউড কুইন’।
কোয়েলের পরনে এ দিন হালকা সি-গ্রিন রঙের শাড়ি দেখা গেল। বোন কাব্যর সঙ্গে ম্যাচ করে কবীর পরেছিল হলুদ পাঞ্জাবি এবং সাদা পায়জামা।
প্রসঙ্গত কোয়েল এবং নিসপাল সিং রানে ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন। এর পর ২০২০ সালে তাঁদের প্রথম সন্তান কবীরের জন্ম হয়, তার চার বছর বাদে জন্ম হয় কাব্যর।
‘আনন্দ উৎসব ২০২৫’-এর সাফল্যের নেপথ্যে রয়েছেন একাধিক সহযোগী। প্রেজ়েন্টিং পার্টনার ‘মারুতি সুজ়ুকি অ্যারেনা’। অন্যান্য সহযোগীরা হলেন ওয়েডিং পার্টনার ‘এবিপি ওয়ানস্টপ ওয়েডিং’, ফ্যাশন পার্টনার ‘কসমো বাজ়ার’, নলেজ পার্টনার ‘টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি’, ব্যাঙ্কিং পার্টনার ‘ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কমফোর্ট পার্টনার ‘কার্লন’।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।