ভাইয়ের কপালে ফোঁটা দিতে কেন ব্যবহার হয় কড়ে আঙুল? জানেন কি?
ভারতের যে কোনও প্রান্তে সব সংস্কৃতিতেই সবাই বলেন পুজোর কাজে কখনও বাঁ হাত ব্যবহার করতে নেই। এ দিকে, ভাইফোঁটায় সেই বাঁ হাতের কড়ে আঙুলই ভরসা!

বাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার দিনে ভাইয়ের কবাঙালির ঘরে ঘরে ভাইফোঁটার দিনে ভাইয়ের কপালে তিলক এঁকে তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন বোনেরা। তবে সেই ফোঁটা দিতে কিন্তু ডান হাত নয়, ব্যবহার করা হয় বাঁ হাতের কড়ে আঙুল!পালে তিলক এঁকে তাঁর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন বোনেরা। তবে সেই ফোঁটা দিতে কিন্তু ডান হাত নয়, ব্যবহার করা হয় বাঁ হাতের কড়ে আঙুল! কিন্তু ভাইয়ের মঙ্গল কামনার মতো পবিত্র রীতি পালনে কেন ব্যবহার হয় বাঁ হাতের কড়ে আঙুল? এই প্রশ্নের উত্তর কি জানা আছে আপনার? কোন বিশেষ কারণে এমনটা হয়ে আসছে আবহমান কাল ধরে, তার হদিস রইল এই প্রতিবেদনে।

সনাতন ধর্ম বিশ্বের সবচেয়ে আদি ধর্ম নামে খ্যাত। তার সকল রূপ নিয়ে বিভিন্ন উৎসব বা ধর্মীয় রীতিনীতি পালিত হয় সম্পূর্ণ সাবেক আমেজে। মানুষের শরীরের বাঁ দিকে থাকে হৃদয়। তাই মনে করা হয়, বাঁ হাতের শিরা-উপশিরার সঙ্গে হৃদয়ের সরাসরি যোগাযোগ রয়েছে। ভাই-বোনের সম্পর্কে ভালবাসা ও আত্মিক টানের প্রতীক হিসেবেই তাই বাঁ হাতে ভাইফোঁটা দেওয়ার প্রচলন।