চোখের সাজ মন দিয়ে করুন। প্রাইমার-ফাউন্ডেশন-ফেস পাউ়ডার দিয়ে বেস মেকআপ করার পর নজর দিতে হবে চোখে। শাড়ির রঙের সঙ্গে মানানসই চোখের আইশ্যাডো লাগাতে পারেন। আবার কালো-ধূসর মিলিয়ে স্মোকি-আইজের আবেদনও চিরন্তন। শাড়ির সঙ্গে দারুণ মানাবে এই সাজ। একটু বড় করে চোখে আঁকলে সেই মতো ঝুটো চোখের পলকও লাগাতে পারেন। আইব্রো পেনসিল আর পুলি দিয়ে ভ্রু আঁকতে হবে মোটা করে। কারণ মোটা ভ্রু-ই এখন বেশি জনপ্রিয়। সন্ধ্যার সাজ হলে একটু গাঢ় লিপস্টিক লাগাতে পারেন। লাল, ম্যাজেন্টা, ফুশিয়া বা গোলাপির যে কোনও শেড বেছে নিন পোশাক অনুযায়ী।
ভাল করে সাজলে চুলের সাজে গাফিলতি দেখালে হবে না। প্রথমে চুল ঠিক করে আঁচড়ে একটি কোনও সিরাম লাগিয়ে নিন। যাতে চুল উসকো-খুসকো না হয়ে থাকে এবং সামান্য চকচক করে। তারপরে কায়দা করে চুল বাঁধার পালা। বেণী করে সেটা খোঁপার মতো করে নিতে পারেন। এতে দেখতেও সুন্দর লাগে, এবং খাটনিও কম। চুলের সামনের দু’ভাগ আলাদা করে দু’টো আলাদা বেণী করেও পিছনের সঙ্গে আটকে দিতে পারেন। এতে সাজ আরও নাটুকে হবে।
মেকআপ এমন হবে, যাতে বোঝা না যায়। সেই সাজেরও কিন্তু খাটনি কম নয়। ফাউন্ডেশন লাগানোর আগে কোনও ফেসপ্যাক লাগিয়ে নিন। কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন ভাল করে। ত্বক আর্দ্র থাকলে তবেই এই সাজ ফুটে ওটে। ব্লাশ, আইশ্যাডো, কাজল— সব রংই হতে হবে মেঠো বাদামি। যতটা ত্বকের স্বাভাবিক রঙের কাছাকাছি হয়, তত ভাল। ভ্রু মোটা করে এঁকে নিন এবং চোখের পলকে ভাল করে মাস্কারা লাগিয়ে নিন। ব্লাশ লাগান পিচ বা বাদামি রঙের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy