বড়দা, প্রসেনজিৎ, বুম্বাদা—বাংলা বিনোদন জগতে একটাই নাম, যার পরিচিতি বহু রূপে। এ বার পুজোয় সেই ফ্যাশন-দুরস্ত নায়ককেই যদি দেখেন চারপাশে, তাতে অবাক হবেন না। কারণ? সদ্য মুক্তি পাওয়া 'দেবী চৌধুরাণী' ছবির প্রচার মঞ্চে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পোশাক নির্বাচনের ঝলক দেখে ইতিমধ্যেই ফ্যাশন মহলে শুরু হয়ে গিয়েছে আলোচনা। এই পুজোয় তাঁর সেই সাজ হতে পারে আপনার জন্য নতুন 'ফ্যাশন গোল'।