COSMO Bazaar

ট্রেন্ডি সাজে পুজোয় চমক লাগাতে চান? মনের মতন স্টাইলের খোঁজ পেয়ে যাবে ‘কসমো বাজ়ার’-এ

শারদ উৎসবের রঙিন আমেজে মেতে উঠতে এবার আপনার সঙ্গী হোক ‘কসমো বাজ়ার’।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৮
Share: Save:
০১ ১১
হাতেগোনা আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই নতুন জামা, নতুন সাজ আর অফুরন্ত আনন্দ। শারদ উৎসবের রঙিন আমেজে মেতে উঠতে এবার আপনার সঙ্গী হোক ‘কসমো বাজ়ার’। যেখানে প্রতিটি দিন, প্রতিটি লুক আর প্রতিটি মুহূর্তের জন্য রয়েছে এক অনন্য সম্ভার। আধুনিক ফ্যাশন থেকে ঐতিহ্যবাহী পোশাক, সবকিছুই পাবেন এক ছাদের নীচে।

হাতেগোনা আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই নতুন জামা, নতুন সাজ আর অফুরন্ত আনন্দ। শারদ উৎসবের রঙিন আমেজে মেতে উঠতে এবার আপনার সঙ্গী হোক ‘কসমো বাজ়ার’। যেখানে প্রতিটি দিন, প্রতিটি লুক আর প্রতিটি মুহূর্তের জন্য রয়েছে এক অনন্য সম্ভার। আধুনিক ফ্যাশন থেকে ঐতিহ্যবাহী পোশাক, সবকিছুই পাবেন এক ছাদের নীচে।

০২ ১১
পুজোর আনন্দকে দ্বিগুণ করতে ‘কসমো বাজ়ার’ প্রস্তুত আপনাকে উৎসবের সাজে সাজিয়ে তুলতে। শিশু থেকে বয়স্ক পরিবারের প্রতিটি সদস্যের জন্যই রয়েছে দুর্দান্ত সব ফেস্টিভ কালেকশন।

পুজোর আনন্দকে দ্বিগুণ করতে ‘কসমো বাজ়ার’ প্রস্তুত আপনাকে উৎসবের সাজে সাজিয়ে তুলতে। শিশু থেকে বয়স্ক পরিবারের প্রতিটি সদস্যের জন্যই রয়েছে দুর্দান্ত সব ফেস্টিভ কালেকশন।

০৩ ১১
ষষ্ঠীতে প্যান্ডেল হপিংয়ের জন্য ‘কসমো বাজ়ার’ নিয়ে এসেছে ট্রেন্ডি আউটফিটের বিশাল সম্ভার।

ষষ্ঠীতে প্যান্ডেল হপিংয়ের জন্য ‘কসমো বাজ়ার’ নিয়ে এসেছে ট্রেন্ডি আউটফিটের বিশাল সম্ভার।

০৪ ১১
সপ্তমীর সাজে নিজেকে সাবেকি পোশাকে সাজিয়ে তুলতে পারেন।

সপ্তমীর সাজে নিজেকে সাবেকি পোশাকে সাজিয়ে তুলতে পারেন।

০৫ ১১
অষ্টমী বাঙালির ঐতিহ্যের দিন—শাড়ি ও পাঞ্জাবি ছাড়া ভাবাই যায় না।

অষ্টমী বাঙালির ঐতিহ্যের দিন—শাড়ি ও পাঞ্জাবি ছাড়া ভাবাই যায় না।

০৬ ১১
নবমীর সাজে চাই সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। কসমো বাজ়ারে সহজেই পেয়ে যাবেন সেই পারফেক্ট কম্বিনেশন। 

নবমীর সাজে চাই সাবেকিয়ানার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। কসমো বাজ়ারে সহজেই পেয়ে যাবেন সেই পারফেক্ট কম্বিনেশন। 

০৭ ১১
দশমীর বিদায়বেলায় লাল-সাদা পোশাকই সবার প্রথম পছন্দ। কসমো বাজ়ারে রয়েছে ঐতিহ্যের সেই সেরা কালেকশন।

দশমীর বিদায়বেলায় লাল-সাদা পোশাকই সবার প্রথম পছন্দ। কসমো বাজ়ারে রয়েছে ঐতিহ্যের সেই সেরা কালেকশন।

০৮ ১১
শুধু পোশাকই নয়, তার সঙ্গে থাকছে নানা আকর্ষণীয় উপহারও। তাই উৎসবের মরশুমে ‘কসমো বাজ়ার’ আপনাদের স্বাগত জানাচ্ছে।

শুধু পোশাকই নয়, তার সঙ্গে থাকছে নানা আকর্ষণীয় উপহারও। তাই উৎসবের মরশুমে ‘কসমো বাজ়ার’ আপনাদের স্বাগত জানাচ্ছে।

০৯ ১১
৫টি জেলায় কসমো বাজ়ারের মোট ৭১টি স্টোর রয়েছে। তাই আর দেরি না করে, চলে আসুন আপনার নিকটবর্তী ‘কসমো বাজ়ার’ স্টোরে।

৫টি জেলায় কসমো বাজ়ারের মোট ৭১টি স্টোর রয়েছে। তাই আর দেরি না করে, চলে আসুন আপনার নিকটবর্তী ‘কসমো বাজ়ার’ স্টোরে।

১০ ১১
পুজোর শপিং মানেই —‘কসমো বাজ়ার’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

পুজোর শপিং মানেই —‘কসমো বাজ়ার’। (এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy