হাতেগোনা আর কয়েকটা দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই নতুন জামা, নতুন সাজ আর অফুরন্ত আনন্দ। শারদ উৎসবের রঙিন আমেজে মেতে উঠতে এবার আপনার সঙ্গী হোক ‘কসমো বাজ়ার’। যেখানে প্রতিটি দিন, প্রতিটি লুক আর প্রতিটি মুহূর্তের জন্য রয়েছে এক অনন্য সম্ভার। আধুনিক ফ্যাশন থেকে ঐতিহ্যবাহী পোশাক, সবকিছুই পাবেন এক ছাদের নীচে।