পুজোর সময় অনেকের মাথায় একটাই চিন্তা থাকে, কী ভাবে চুল বাঁধব। মাথায় ফুল লাগাতে চাইলে কেমন চুল বাঁধছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। খোঁপা এমন হতে হবে যাতে ফুলটা স্পষ্ট ভাবে বোঝা যায়, আবার পুরো লুকটাও যেন স্নিগ্ধ দেখায়। তাই পোশাক ও ফুলের ধরন অনুযায়ী খোঁপার স্টাইল নির্বাচন করলেই পুরো লুক হয়ে উঠবে নিখুঁত। পুজোর সময় মাথায় ফুল লাগাতে চাইলে চুল বাঁধতে পারেন এ ভাবে।
মানানসই খোঁপার ধরন:
১. ঘাড়ের কাছে খোঁপা: ঘাড়ের কাছে খোপা বেঁধে তার এক পাশে বা চার পাশে ফুল দিলে খুবই সুন্দর লাগে দেখতে।
২. এক পাশে খোঁপা: খোঁপাটা মাথার এক পাশে করে বাঁধুন, তার পর ফুল দিয়ে সাজান। বিশেষ করে গোলাপ বা চন্দ্রমল্লিকা খোঁপার পাশে লাগালে সেটা সুন্দর লাগে দেখতে।
৩. হালকা ঘেঁটে থাকা খোঁপা বা ‘মেসি’ খোঁপা: হালকা এলোমেলো স্টাইলে খোঁপা করে ছোট ছোট ফুল গুঁজে দিন। আধুনিক লুকের জন্য দারুণ।
৪. অর্ধেক খোঁপা: খোঁপা শুধু উপরের দিকের চুলে বেঁধে তার পাশে ছোট ফুল গুঁজে দিলে বেশ স্টাইলিশ লাগে দেখতে।
৫. বেড়ি খোঁপা: বেড়ি দিয়ে গোল খোঁপার চারপাশে ফুল দিলে একে বারে সাবেকি বাঙালি লুক পাওয়া যায়।
৬. বিনুনি করে খোঁপা: বেণী পাকিয়ে খোঁপা করে তার ফাঁকে ফাঁকে ফুল লাগালে আভিজাত্যপূর্ণ লুক আসে।
খোঁপার জন্য গোলাপ, জুঁই, চন্দ্রমল্লিকা, সহ নানা ধরনের ফুলই বেশ ভাল লাগে। শুধু সঠিক কেশসজ্জা বেছে নিলেই হবে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।