Advertisement
Celebrity Durga Puja Celebration

পুজোতে অঙ্কিতার স্টাইল স্টেটমেন্ট কী জানেন?

কিছুদিন ব্রেক নিয়েছিলেন অঙ্কিতা। ফের ফিরেছেন টেলিভিশনে। সৌজন্যে ‘ভূমিকন্যা’।

অভিনেত্রী অঙ্কিতা মজুমদার।

অভিনেত্রী অঙ্কিতা মজুমদার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১০:১৬
Share: Save:

অঙ্কিতা মজুমদার। বাংলা টেলিভিশন দর্শকের কাছে পরিচিত নাম। তাঁর অভিনয় পছন্দ করেন সকলে। কিন্তু পুজোর কী প্ল্যান অভিনেত্রীর?

সপ্তমীর সকালে প্রথমেই দর্শকদের শুভেচ্ছা জানালেন অঙ্কিতা। শাড়িতে সেজে পরিবারের সকলের সঙ্গে লাঞ্চে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। সঙ্গে রয়েছে বন্ধুদের সঙ্গে আড্ডাও। তাঁকে আজ কেমন দেখতে লাগছে তাও দর্শকদের কাছে জানতে চেয়েছেন তিনি।

‘জড়োয়ার ঝুমকো’ ধারাবাহিকে অঙ্কিতার অভিনয় পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু তার পর বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন তিনি। ফের ফিরেছেন টেলিভিশনে। সৌজন্যে ‘ভূমিকন্যা’। গত ৩০ জুলাই থেকে শুরু হয়েছে ‘ভূমিকন্যা’। আর পাঁচটা ধারাবাহিকের চেনা কনসেপ্ট থেকে যা কিছুটা আলাদা।

আরও পড়ুন: মায়ের শাড়িতে সেজে মাকে মনে পড়ছে স্বস্তিকার…

আরও পড়ুন: এ বছরের পুজো পায়েল-দ্বৈপায়নের কাছে স্পেশ্যাল, কেন জানেন?​

বছরভর চরিত্রের মতো সেজে থাকতে হয়। অথবা ক্যাজুয়াল লুকে দেখা যায় অঙ্কিতাকে। কিন্তু পুজো মানেই এথনিক সাজ তাঁর পছন্দের। তাই শাড়ি, কুর্তা, লং গাউনের মতো পোশাকই তাঁর চলতি বছরের স্টাইল স্টেটমেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE