Advertisement
Durga Puja Celebration

পুজোয় খোলামেলা পোশাকের জন্য বডি পলিশিং মাস্ট

কেমন করে করবেন জানালেন রূপ বিশেষজ্ঞ শর্মিলা সিং ফ্লোরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৮ ২০:৪৫
Share: Save:

পুজো দোরগোরায়। এখনো কোনো কিছুই করে ওঠা হয়নি কাজের ব্যস্ততায়। কিন্তু পুজোর আড্ডা আর ঠাকুর দেখার প্ল্যান হয়ে গেছে।

তাহলে পুজোয় ঝলমলে থাকার প্রস্তুতি কী নেবেন?

'আর মাত্র কয়েকটা দিন। হাতে সময় নেই। তাই পুজোর জন্য আপনাদের পার্লারেই আসতে হবে। বাড়ির রুপ চর্চায় এতো অল্প সময়ে কাজ হবে না।' সাফ জানালেন শর্মিলা।
ফেশিয়াল, ওয়্যাক্সিং আর স্পা মহালয়ার দিন করে ফেলুন। ' কিন্তু এই সময়টা বড় কাজ যেমন, কেরাটিন, হেয়ার কাট, কালার এগুলো অবশ্যই করে ফেলুন কারণ চুল সেট হতে কিন্তু সময় লাগে' পরামর্শ দিচ্ছেন শর্মিলা।

দেখুন কী বলছেন শর্মিলা সিং ফ্লোরা

চুলের সঙ্গে সঙ্গে যে জরুরি বিষয়ের ওপর তিনি জোর দিলেন সেটা বডি পলিশিং। ' আমরা মুখের যত্ন করি। মেক আপ ও করা হয়। কিন্তু হাত পায়ের কথা একটুও ভাবি না। অথচ এখন তো খোলা মেলা হাত কাটা পোশাকের তো এখন চল। সেই কারণে রোজ স্নানের সময় তেলে হলুদ, তুলসী বেটে স্ক্রাব করুন' টিপস দিলেন শর্মিলা।
ভাল ক্রিম আর ফেশিয়াল করলেই হবে না। ভেতর থেকে সুন্দর দেখানোর জন্য প্রচুর জল খাওয়ার পরামর্শ দিলেন শর্মিলা। আনন্দ উৎসবের দর্শকদের জন্য রইল পুজোর আগে ডিটক্স করার ঘরোয়া টিপস্। দেখুন ভিডিয়ো।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE