Advertisement
FASHION

এ সব ঘরোয়া পদ্ধতিতে ফ‍্যাশনকে করে তুলুন আর‌ও সহজ

দেখে নিন তেমন‌ কিছু ফ্যাশন কেন্দ্রিক সমস্যার সমাধান, যা দরকারে আপনার মুশকিল আসান করতে পারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৮:১২
Share: Save:

নবমী আগত। তার মানে কি যাবতীয় সাজ, ফ‍্যাশন শেষ? মোটেই না। বরং শেষ প্রহরে সব আনন্দই দ্বিগুণ করতে মন চায়। তবে এই ক’দিনের আড্ডা, খাওয়াদাওয়া, সাজগোজ, সাতসতেরোর ভিড়ে কিছু কৌশল কি অজানা থেকে গেল? যা জানলে পুজোর শেষ প্রহর বা পুজোর পরেও নিত‍্য ফ‍্যাশনে কাজে আসবে?

যেমন ধরুন, এত দিন প্রচুর হেঁটেছেন, তার উপর নতুন‌ জুতো। ফলে পায়ে ব্যথা, আবার পছন্দ করে নতুন পোশাক কিনে ঠিক যেন ফিট হচ্ছে না? এই সব ছোটখাটো সমস্যা আমাদের প্রায় রোজই হয়ে থাকে। আর এগুলো সমাধানও করা যায় ছোটখাট কিছু উপায়ে। শুনতে অদ্ভুত লাগলেও ব্যাপারগুলো বেশ সুবিধাজনক।

দেখে নিন তেমন‌ কিছু সমাধান, যা দরকারে আপনার মুশকিল আসান করতে পারে।

আরও পড়ুন: পুজোর মেক আপে এই জিনিসটা রেখেছেন তো? নইলে কিন্তু ঠকবেন!

আরও পড়ুন: পুজোয় ‘অন্য’ হওয়ার টিপস দিলেন অনিরুদ্ধ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE