জমজমাট মেক আপ। চুল নিয়ে যথেচ্ছ খেলা। পুজোয় তো লেগেইছিল, এ বার দশমীর সিঁদুর মেখে মুখের রফাদফা!
ফিরতে হবে স্বাভাবিক জীবনে। তাই যতই সিঁদুর খেলুন বাড়িতে এসে নুন-জল ফুটিয়ে ঠান্ডা করে বার বার তাতে মুখ ধুয়ে ফেলুন।
রাত জাগা, ভাজাভুজি খাওয়া, যথেচ্ছ মেক আপের পর এ বার অবশ্যই একটা হাইড্রা ফেশিয়াল করান। এই ফেশিয়াল কিন্তু মাস্ট। মুখের উপর যা অত্যাচার চলে, তাতে ‘পিএইচ’ ব্যালান্স নষ্ট হয়ে যায়। আমরা মেক আপ তো করি। কিন্তু জানি কী? সেই মেক আপের পার্টিকল রোমকূপের মধ্যে ঢুকে চামড়ার ক্ষতি করে।