খোঁপা বাঁধা চুল, উন্মুক্ত পিঠ! রূপটান শিল্পীর মেহেন্দির কোনে সেই পিঠস্থানে ফুটে উঠছে মেহেন্দির চিত্র। যেন সাহসী কোনও চরিত্র। পুজোর আগে পিঠখোলা মেহেন্দি ব্লাউজে ব্লাউজের সাজে নিজেকে সাজিয়ে নিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শুধু তাই নয়, ঘুরে বেড়ালেন রবীন্দ্র সরোবর পার্কে।
উন্মুক্ত পিঠে মেহেন্দির কাজের সেই এক্লক্লুসিভ ভিডিয়ো আনন্দবাজার অনলাইনের পাতায়। দেখুন ভিডিয়ো —
খোলা পিঠে মেহেন্দির সাজে শ্রীলেখা
- রূপটান শিল্পী ও কেশ শিল্পী অমিত মিস্ত্রী
- পোশাক সৌজন্যে: এথনিক বুটিক
- মেহেন্দি শিল্পী: রেণু জয়সওয়াল
- স্থান: শর্মিলা সিংহ ফ্লোরা
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের অংশ।