প্রেজেন্টস্
Knowledge Partner
Fashion Partner
Wedding Partner
Banking Partner
Comfort Partner

লাল অতীত, নীল আলতাতেই 'ট্রেন্ড সেটার' মনামী! পুজোর আগে পুরুষদেরও দিলেন টিপ্‌স

সাদা শাড়ি। কপালে নীল টিপ। গলার কাছে নীল বিন্দু। দুই হাতে নীল চুড়ির সঙ্গে শোভা বাড়াচ্ছে নীল আলতার ছোঁয়া। এ বার পুজোয় মনামীই কি ‘ট্রেন্ড সেটার’?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৬:৪৮
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

তিনি ‘আদতে বঙ্গনারী, রূপেতে মারকাটারি’। ‘ফ্যাশন সচেতন’ বা ‘ট্রেন্ড-সেটার’-এর বিশেষণটি তাঁর সঙ্গে যেন অনায়াসেই মিলেমিশে এক। এ বারেও পুজোর আগে অন্য রূপে নজর কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ।

সাদা শাড়ি। কপালে নীল টিপ। গলার কাছে নীল বিন্দু। দুই হাতে নীল চুড়ির সঙ্গে শোভা বাড়াচ্ছে আলতার ছোঁয়া। তবে লাল নয়। চমক এখানেই– মনামীর আলতার রং নীল। সম্প্রতি একটি অনুষ্ঠানে এই সাজেই হাজির হয়েছিলেন অভিনেত্রী। ছবিশিকারি থেকে শুরু করে নেটাগরিকদের চোখ তখন তাঁর দিকেই।

চিরাচরিত লাল আলতার পরিবর্তে নীল রং! মনামীই কি এ বারের পুজোর ‘ট্রেন্ড-সেটার’? আনন্দবাজার ডট কমের তরফে প্রশ্ন রাখা হয়েছিল অভিনেত্রীর কাছে। ফোনের ও পাশ থেকে জবাব, “আসলে আলাদা করে ‘ট্রেন্ড’ তৈরি করব বলে আলতাটা পরিনি। আমার আসন্ন গানের কথা মাথায় রেখেই এই সবটা করা।”

অভিনেত্রীর আগামী কাজের সঙ্গে এই সাজের যোগসূত্র কী, তা আগেভাগে খোলসা না করলেও ফ্যাশন সচেতনদের জন্য ফ্যাশন টিপ্‌স উজাড় করে দিয়েছেন তিনি। মনামীর কথায়, “সাজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করার একটা নতুন সুযোগ এল। আর সেই পরীক্ষানিরীক্ষা সবাই করতে পারবেন। মেয়েদের চুড়িদার, শাড়ি থেকে শুরু করে ধুতি-পাঞ্জাবির সঙ্গে ছেলেরাও নীল আলতার স্টাইল করতে পারবেন। যেহেতু রংটা নীল, তাই ছেলে-মেয়ে সকলের জন্যেই এই সাজ প্রযোজ্য।”

পুজোয় মনামীর মতোই সাজবেন ভাবছেন? নীলরঙা নতুন ফ্যাশনের সঙ্গে মানানসই সাজের সন্ধান দিচ্ছেন খোদ অভিনেত্রীই। তিনি বলেন, “পুরুষ নৃত্যশিল্পী যাঁরা রয়েছেন, তাঁরাও নিজেদের নাচ-পোশাকের সঙ্গে এমন অভিনব ভাবে সাজতে পারেন। হাতে কল্কা করতে পারেন। পায়ে কিছু কারুকার্য করা যেতে পারে। এমনকি কপালে টিপের সঙ্গেও সুন্দর নকশা আঁকা যায়।” এই সাজের সঙ্গে সাদা অথবা হালকা রঙের পোশাককেই এগিয়ে রাখছেন মনামী। অভিনেত্রীর মতে, “এর পাশাপাশি হলুদ অথবা গোলাপি রংও মন্দ লাগবে না। পুজোতে যখন এটাই ট্রেন্ডিং, তখন হোক না এমন রঙের মিশেল!”

আগামী দিনেও কি এমন ট্রেন্ডিং নতুন সাজের হদিস মিলবে মনামীর থেকে? অভিনেত্রী হেসে বলেন, “আমি আসলে আগে থেকে সব কিছু ভেবে রাখি, এমন কিন্তু নয়। সবার আগে নিজের উপরে পরীক্ষানিরীক্ষা চালাই। দেখি, আমাকে কেমন লাগছে। যখন থেকে নতুন গানের সঙ্গে জড়িয়েছি, তখন থেকেই এই নীল আলতার বিষয়টি মাথায় ঘুরছিল। শ্যুটিং চলাকালীনই ভেবে নিয়েছিলাম, যখন থেকে এর প্রচার শুরু হবে, তখনই এই সাজ সকলের সামনে আনব। কারণ এটা শুধু একটা সাজ নয়, এর নেপথ্যে লুকিয়ে কিছু বার্তাও।”

নতুন প্রোজেক্ট মুক্তি পাওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সর্বত্রই অনুরাগীদের ভূয়সী প্রশংসা। কেমন সেই অনুভূতি? নায়িকা বলেন, “সবাই দেখছি অনুসরণ করছেন এই সাজ। কেউ কেউ আবার নীলের সঙ্গে মেশাচ্ছেন অন্য রংও। আমার এটা দেখেই ভাল লাগছে যে, এই সাজে সবাইকেই অসাধারণ লাগছে।”

আগামী দিনেও কি ‘ট্রেন্ড’-এ রাজপাট থাকবে মনামীর? অভিনেত্রীর সাফ জবাব, “ও সব ভাবি না। যখন যেটা মাথায় আসবে, করে ফেলব।”

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Monami Ghosh Durga Puja Fashion
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy