‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ নিয়ে এসেছে ‘চমক ভরা ধনতেরাস’, যা চলবে আগামী ১০ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৫ পর্যন্ত।
ধনতেরাস হল সম্পদ এবং সৌভাগ্যের দেবীকে বাড়িতে স্বাগত জানানোর উৎসব। স্বর্ণ ও হিরের গহনা কেনার মাধ্যমেই এই উৎসব উদ্যাপন করার রীতি। দেবী ধন লক্ষ্মীর আশীর্বাদে এবং সোনা ও হিরে থেকে যে উজ্জ্বল ছটা বেরোয় তাতেই পরিবারের সুখ, শান্তি ও সৌভাগ্য আসে। তাই এই উৎসবের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে।
এই শুভ লগ্নে ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’ নিয়ে এসেছে ‘চমক ভরা ধনতেরাস’, যা সোনা ও হিরের গয়নার বার্ষিক প্রদর্শনী। প্রতিবছরের মতো এবারও এই প্রদর্শনীতে থাকছে এমনই কিছু বিশেষ ধরনের গয়নার সম্ভার যা ক্রেতাদের মন ছুঁয়ে যাবেই। তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় অফার। এই গয়নার সম্ভারের মধ্যে রয়েছে হাতে তৈরি সোনা ও হিরের গয়না, ঐতিহ্যপূর্ণ এবং হালফিলের আধুনিক ডিজ়াইনের বিয়ের গয়না যা সকলের নজর কাড়বে। চোখধাঁধানো অথচ সাধ্যের মধ্যে হিরের গয়না আর শ্যাম সুন্দর কোম্পানির নিজস্ব ডিজ়াইনার কালেকশন ও গ্রহরত্নের সম্ভার তো আছেই।
এছাড়া ক্রেতাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় এক গুচ্ছ অফার এবং সুযোগ :
- সোনার গয়না কেনাকাটায় মজুরিতে থাকছে প্রতি গ্রামে ৫২৫ টাকা ছাড়।
- হিরের গয়না তৈরির মজুরিতে থাকছে ১০০% ছাড়।
- প্রত্যেক কেনাকাটায় থাকবে নিশ্চিত উপহার এবং ১৫০০ টাকা পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট ভাউচার।
- মেগা ড্র তে থাকছে ৫টি স্কুটি জেতার সুযোগ। (শারদীয়া স্বর্ণসম্ভার ২০২৫ ও ‘চমক ভরা ধনতেরাস’ ২০২৫ -এ যৌথভাবে এই পুরস্কার দেওয়া হবে।)
সঙ্গে থাকছে মাত্র ২৫% অগ্রিম দিয়ে সম্পূর্ণ গয়নার মূল্য নির্ধারণ করার সুযোগ, যা ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত প্রযোজ্য। গয়না হাতে নেওয়ার দিন যদি সোনার দাম বেড়ে যায় তা হলে আর বর্ধিত দাম দিতে হবে না, কিন্তু সোনার দাম কমে গেলে কম দামেই গয়নার মূল্য নির্ধারিত হবে।
এ ছাড়াও থাকছে অন্যান্য সুযোগ, দারুণ পরিষেবা এবং ‘সোনায় সোহাগা অফার’ (গয়না কেনার জন্য বিশেষ ডিসকাউন্ট স্কিম)। পুরনো সোনার গয়না বদল করে নতুন গয়না কেনার সুবিধা এবং সোনা ও রূপোর মুদ্রা তো রয়েছেই। এছাড়াও রূপোর বাসনপত্র ও রূপোর তৈরি পুজোর সামগ্রীও থাকছে।
‘চমক ভরা ধনতেরাস’-এর একুশতম সংস্করণের বিশেষ প্রিভিউ অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহ্যবাহী প্রদীপ তৈরি করার শিল্প কর্মশালায় — আপাতভাবে অবহেলিত হয়ে পড়ে থাকা জায়গাকে আলোকিত করতে এবং দীপাবলিকে প্রকৃত অর্থে ‘আলোর উৎসব’ করে তোলার ক্ষেত্রে মৃৎশিল্পীদের ভূমিকা সকলের কাছে ছড়িয়ে দিতেই এই আয়োজন করা হয়।
এই বছরের ‘চমক ভরা ধনতেরস’-এর বিশেষ কালেকশন উদ্বোধন করেন বিশিষ্ট লাইফ কোচ ও নৃত্যগুরু অলকানন্দা রায় এবং ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর দুই ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অলকানন্দা রায় বলেন, “দীপাবলিকে সত্যিকারের আলোর উৎসব করে তুলতে ঐতিহ্যবাহী মৃৎ শিল্পীদের অবদানকে সামনে আনার এই অর্থবহ উদ্যোগের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই সুন্দর উদ্যোগের জন্য ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-কে অভিনন্দন জানাই।”
‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর ডিরেক্টর রূপক সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল মাটির যে প্রদীপ দিয়ে আমরা দীপাবলির উদ্যাপন করি, তাকে নতুন করে চেনা — শুধু শুভ আলোর প্রতীক হিসেবে নয়, বরং সেই শিল্পীদের অবদানকে চিনে নেওয়া, যাঁরা আমাদের ঘরকে আলোকিত করেন, অথচ নিজেরাই থেকে যান অন্ধকারে।”
তিনি আরও বলেন, “এ উদ্যোগ মূলত এক শ্রদ্ধাঞ্জলি — সেই শুভ মাটিকে, যার থেকে প্রদীপ তৈরি হয় এবং সেই দক্ষ শৈল্পিক হাতকে, যা তাকে আকার দেয়।”
‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর ডিরেক্টর অর্পিতা সাহা বলেন, “ধনতেরাস মানেই ধন-সম্পদের দেবীকে ঘরে আমন্ত্রণ জানানোর উৎসব। আমরা ২০ বছর আগে চমক ভরা ধনতেরাস-এর সূচনা করেছিলাম। আমাদের গ্রাহকদের জন্য এটি ছিল সোনা ও হিরের গয়না কেনার এক সুবর্ণ সুযোগ, যা আসলে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক।”
তিনি আরও যোগ করেন, “বিগত বছরগুলিতে ‘চমক ভরা ধনতেরাস’-এর আকার ও পরিসর অনেকটাই বেড়ে উঠেছে। সোনার ও হিরের গয়নার উৎসবের পাশাপাশি আকর্ষণীয় অফার ও লাকি ড্র-র মাধ্যমেও গ্রাহকদের মন জয় করে এসেছে।”
সব শেষে, অর্পিতা ও রূপক সাহা বলেন, “আমরা আমাদের প্রিয় গ্রাহকদের তাদের ভালোবাসা ও আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমরা আমাদের ডিজ়াইন, কারিগরি ও সুলভ মূল্যের উৎকর্ষতা বজায় রাখব — যেন তাঁদের প্রত্যাশা সবসময় পূরণ করতে পারি।”
‘চমক ভরা ধনতেরাস’ অফারটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’-এর ত্রিপুরার (আগরতলা, ধর্মনগর ও উদয়পুর) সব ক'টি শোরুম এবং কলকাতার সব (গড়িয়াহাট, বেহালা ও বারাসাত) শোরুমেও ১০ থেকে ১২ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে।
উৎসবের দিনগুলি আপনাদের জীবনকে করে তুলুক আরও উজ্জ্বল। সকলকে আলোর উৎসবের অফুরন্ত শুভেচ্ছা ও ‘চমকভরা ধনতেরাস’-এ আমন্ত্রণ।
এটি একটি স্পনসর্ড প্রতিবেদন। এই প্রতিবেদনটি ‘শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’—এর সঙ্গে এবিপি ডিজিটাল ব্র্যান্ড স্টুডিয়ো দ্বারা যৌথ উদ্যোগে প্রকাশিত।