বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই একবুক সাহসিকতা। তবে অভিনয় ছাড়াও নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য সব সময়েই আলোচনার কেন্দ্রবিন্দু তিনি। সাহসী এবং আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন থাকে তাঁর পোশাকে। আর তাঁর ব্যক্তিত্ব নিয়ে তো কথাই নেই। মাঝে মধ্যেই শাড়িতে মোহময়ী রূপে ধরা দেন অভিনেত্রী।
সেরকমই রবিবার নিজেকে মেলে ধরলেন নীল মোটিফ ওয়ালা সাদা রঙের শাড়িতে। সঙ্গে আকাশ নীলের কাজ করা হলুদ ব্লাউজ। এক মিনিটে শাড়ি পড়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি। ক্যামেরার সামনে সেটাই করে দেখালেন এবং তিনি যে সফল হয়েছেন তা বলাই বাহুল্য। ক্যামরার সামনে শাড়ি পড়ার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল।
ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে এই এক মিনিটে ১২ হাতের শাড়ি পড়ার ভিডিয়ো ভাগ করে নিলেন তিনি। গলায় হাল ফ্যাশনের হার ও নাকে নথ এই সাজকে সম্পূর্ণ করে তুলেছে। অসংখ্য অনুরাগীর মন কেড়েছে স্বস্তিকার এই আকর্ষণীয় লুক।
ভিডিয়ো দেখুন:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy