দীপাবলির সঙ্গেই আসে ভাইফোঁটা বা ভাই দুজ। ভাই বোনের সম্পর্ককে উদ্যাপনের বিশেষ দিন। ভাইয়ের মঙ্গল কামনায় প্রদীপ জ্বেলে, ফোঁটা দিয়ে বোন বলে ওঠে, 'যম দুয়ারে পড়ল কাঁটা...'। এই বিশেষ দিনের জন্য ভাইয়ের জন্য দিদি বোনেরা বাহারি পদ রান্না করেন, এমনকী ফোঁটার সময়ও মিষ্টিমুখ করানোর জন্য নানা ধরনের মিষ্টি রাখা থাকে।