ভাইফোঁটা মানে কেবল ভাইয়ের মঙ্গল কামনা নয়, জমে থাকা অনেক দিনের আড্ডা এবং সঙ্গে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়াও বটে! আর এই বিশেষ দিনে কম বেশি সবার বাড়িতেই এলাহী আয়োজনের ব্যবস্থা থাকে। এই দিনটিতে ভাইকে নানা রকম পদের সঙ্গে চমকে দিন এঁচোড় পাতুরি রেঁধে। ভেটকি পাতুরি, ছানার পাতুরি তো অনেক খেয়েছেন, স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন এই পদ।