আপনি কি জানেন, অভিনেত্রী অদিতি রাও হায়দারির অন্যতম প্রিয় খাবার একটি ডিমের পদ? হ্যাঁ। সম্প্রতি তিনি নিজেই একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে হায়দরাবাদের 'খাগিনা' তাঁর সব চেয়ে পছন্দের একটি খাবার। এই পদটি এক ধরনের ডিমের 'ভুর্জি' বা পোচ, যা সাধারণ ডিমের পদ থেকে একে বারেই আলাদা। এটি মশলাদার, সুস্বাদু এবং সকালের জলখাবারের জন্য একে বারে উপযুক্ত। আসুন, জেনে নিই কী এই ‘খাগিনা’ এবং কী ভাবে এটি তৈরি করা হয়।
কী এই খাগিনা? খাগিনা হল এক ধরনের ডিমের পদ। যা সাধারণত হায়দরাবাদ এবং পাকিস্তানের কিছু অঞ্চলে বেশ জনপ্রিয়। এটি ডিমের ভুর্জির মতোই, তবে এটি তৈরি করা হয় কাটা পেঁয়াজ, টমেটো এবং বিভিন্ন মশলার সঙ্গে। আদিতি রাও হায়দারির পছন্দের খাগিনা হল হায়দরাবাদের স্টাইলের। যা বিশেষভাবে 'এল্লিপায়া করম' (রসুন-লঙ্কার পেস্ট) সহকারে তৈরি করা হয়।