খইয়ের চপ খুবই মজাদার এবং একেবারে অন্য রকম সুস্বাদু এক পদ। বাইরে মুচমুচে আর ভিতরে নরম, এই চপ চায়ের সঙ্গে বা সন্ধ্যার মুখরোচক হিসেবে এক্কেবারে জবরদস্ত।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
পুজোর ভিড় জমা বিকেলে বা বাড়ির আড্ডায় চায়ের সঙ্গে মুখরোচক কিছু চাই? শারদীয়ার আমেজে খইয়ের চপ হতে পারে একেবারে জমাটি পদ। সহজে পাওয়া যায় এমন উপকরণ দিয়ে চটজলদি বানানো যায়। বাইরে মুচমুচে আর ভিতরে নরম– এর মজাদার স্বাদ সবার মন জয় করে নেয়।